হাংঝৌ: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দাপুটে জয় পেল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন, তিন গোল করলেন মনদীপ সিংহও (Mandeep Singh)। সেমিফাইনালের আগে ১২-০ গোলে জিতল ভারত।


ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারত নিজেদের দাপট অব্যাহত রাখে। পেনাল্টি কর্নার এবং ফিল্ড গোল, দুইভাবেই বাংলাদেশের জালে সব মিলিয়ে এক ডজনবার বল জড়িয়ে দেন ভারতীয় হকি দলের তারকারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে ভারতকে লিড এনে দেন। তাঁর মিনিট দু'য়েক পরে আবারও এক পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের জালে বল জড়ান হরমনপ্রীত।


তরুণ অভিষেক এবং মনদীপ আক্রমণবিভাগে দুরন্ত ছন্দে ছিলেন। ভারতের পরের দুই গোলের জন্য অভিষেকই পাস বাড়ান। মনদীপ ও ললিত কুমার উপাধ্যায় গোল করে ভারতকে ৪-০ এগিয়ে দেন। ম্যাচে নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নার থেকেও আবার গোল পায় ভারত। হরমনপ্রীতের ফ্লিক বাংলাদেশি গোলরক্ষক বাঁচিয়ে দিলেও, ফিরতি বল থেকে গোল করেন মনদীপ। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন অমিত রোহিদাস।


দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর একের পর এক পেনাল্টি কর্মার পেতে থাকে ভারতীয় দল। এমনই এক পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চার গোল করেছিলেন তিনি। তাঁর দিন দুই পরেই ফের হ্যাটট্রিক করে নিজের দক্ষতা প্রমাণ করলেন ভারতীয় অধিনায়ক। অভিষেকেও সুযোগ হাতছাড়া করেননি। দুই অ্যাসিস্টের পর অবশেষে গোলও পান তিনি।  


 






মনদীপ অভিষেকের যুগলবন্দিই ভারতকে নবম গোল এনে দেয়। অভিষেকের এক শটের রিবাউন্ড থেকেই নীলকান্ত গোল করেন। বাংলাদেশ এরপর দুই পেনাল্টি কর্নার বাঁচালেও, ম্যাচ শেষের আগে গুরজন্ত ও অভিষেক আরও দুইটি গোল করে ১২-০ ম্যাচ জেতায় ভারতকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পিটি ঊষাকে ছুঁয়ে ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে বিত্যা রামরাজ, এশিয়ান গেমসের রোলার স্কেকিংয়ে এল জোড়া ব্রোঞ্জ