নয়াদিল্লি: জাকার্তায় এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় শ্যুটার সৌরভ চৌধুরী, অভিষেক ভার্মা ও সঞ্জীব রাজপুতকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন সৌরভ, অভিষেক জিতেছেন ব্রোঞ্জ। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে রূপো জিতেছেন সঞ্জীব।
প্রধানমন্ত্রীর ট্যুইট, ১৬ বছরের সৌরভ আমাদের তরুণদের শৌর্য ও সম্ভাবনার দিকটি তুলে ধরেছেন।
একইসঙ্গে সঞ্জীব ও অভিষেককেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এশিয়ান গেমসে পদকজয়ী সৌরভ ও রবি কুমারকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে সৌরভের জন্য ৫০ লক্ষ টাকা এবং রবি কুমারকে ২০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পদকজয়ী ক্রীড়াবিদদের সরকারি চাকরি প্রদানের ঘোষণাও করেছেন তিনি।
এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় শ্যুটারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2018 05:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -