নয়াদিল্লি: এশিয়ান গেমসে কি নামতে পারবেন বজরং পুনিয়া (Bajrang Punia) ও বিনেশ ফোগত (Vinesh Phogat)?


চূড়ান্ত হয়ে যেতে পারে শনিবার, ২২ জুলাই। বজরং ও বিনেশের এশিয়ান গেমসে সরাসরি অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শনিবারই রায় ঘোষণা করবে বলে জানাল দিল্লি হাই কোর্ট।


এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী পর্ব বা ট্রায়ালে থাকতে হবে না বজরং ও বিনেশকে। তবে তাঁদের সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটেন অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাংহাল (Antim Panghal) ও অনূর্ধ্ব ২৩ এশীয় চ্যাম্পিয়ন সুজিত কলকল (Sujeet Kalkal)। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার। বিচারপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, শনিবার রায় ঘোষণা করবেন তিনি।


বিচারপতি বলেছেন, 'আদালতের এক্তিয়ার নেই কে ভাল কে খারাপ সেই বিচার করার। আদালত শুধু দেখবে প্রক্রিয়াটা সঠিক ছিল কি না।' মহিলাদের ৫৩ কেজি বিভাগে ফোগতকে ও পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরংকে সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির তরফে। যদিও বাকি কুস্তিগীরদের ২২ ও ২৩ জুলাই ট্রায়ালে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে ভারতীয় দলে জায়গা করে নিতে হবে।


এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পাংহাল ও কলকল। তাঁদের দাবি, এভাবে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া যায় না।


এশিয়া কাপের জন্য কুস্তির দল নির্বাচন নিয়ে বিতর্কের মাঝে সাক্ষী মালিক জানিয়ে দিলেন, তিনি ট্রায়াল দিয়েই দলে সুযোগ পেতে চান। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি বজরং পুনিয়া এবং বিনেশ ফোগতকে ট্রায়াল ছাড়াই এশিয়া কাপের দলে সরাসরি নির্বাচিত করায় তৈরি হয়েছে বিতর্ক। সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাক্ষীও।


সাক্ষী বলেছেন, 'সরকারের তরফ থেকে আমাদের এশিয়ান গেমসের ট্রায়ালের কথা বলা হয়েছিল। আমরা অনুরোধ করেছিলাম ১০ অগাস্টের পর ট্রায়ালের ব্যবস্থা করতে। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। সরকার সম্মতি দেওয়ায় বিদেশে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দু’তিন আগে জানলাম দু’জনকে সরাসরি সুযোগ দেওয়া হয়েছে। আমি ই-মেল করে কারণ জানতে চেয়েছিলাম। কিন্তু কিছু জানানো হয়নি। ট্রায়াল না দিয়ে আমি এশিয়ান গেমসে যেতে চাইনি। আগে কখনও ট্রায়াল না দিয়ে কোনও প্রতিযোগিতায় অংশ নিইনি। ভবিষ্যতেও এমন দাবি করব না। আমি সব সময় সাম্যের পক্ষে। আমি চাই সবাই সমান বিচার পাক। স্বচ্ছতা থাকুক দল নির্বাচনে।'


আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial