করাচি: একটা সময় কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলে (IPL) খেলে গিয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কও হয়েছিলেন। বাবর আজ়মদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে উঠে এল সেই পাক অলরাউন্ডারের নাম।


 


আপাতত শ্রীলঙ্কা সফরে ব্যস্ত বাবররা। দিমুথ করুণারত্নেদের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে পাকিস্তান। পিসিবি সূত্রে খবর, শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পরই নতুন নির্বাচক প্রধান বেছে নেওয়া হবে। সেই দায়িত্ব পেতে পারেন প্রাক্তন পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ় (Mohammad Hafeez)।

 

পিসিবি সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির (CMC) নতুন প্রধান জ়াকা আশরফের পছন্দের প্রার্থী হাফিজ়। গত জুন মাসে সিএমসি-র পুরনো কমিটি খারিজ হয়ে যাওয়ার পর থেকে প্রধান নির্বাচকের পদ ফাঁকাই পড়ে রয়েছে।

 

পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, 'জ়াকা প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ ও হাফিজ়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন। লতিফ খুব একটা আগ্রহ দেখাননি কিন্তু হাফিজ় জানিয়ে দিয়েছেন যে, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। রশিদ বেশি আগ্রহী দুর্নীতি দমন নিয়ে কাজ করতে। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ান ডে ও ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হাফিজ় গত বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রধান নির্বাচকের চ্যালেঞ্জ সামলাতে যে তিনি প্রস্তুত, জানিয়ে দিয়েছেন।'


শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান (SL vs Pak)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের পয়েন্ট টেবিলে ভারতকে ধরে ফেললেন বাবর আজমরা।


এই জয়ের ফলে একটি করে টেস্ট ম্যাচের পর একশো শতাংশ জয়ের হার রেখে ভারত ও পাকিস্তান - দুই দল যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত জিতলে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারলে বা ড্র করলে অবশ্য টিম ইন্ডিয়া এগিয়ে যাবে।


২০২২ সালের জুলাই। আরও নিখুঁতভাবে বললে, ১৬-২০ জুলাই - এই পাঁচদিনের সময়সীমা। স্থান গল। বিপক্ষে দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। ৪ উইকেটে সেই ম্যাচ জিতেছিল পাকিস্তান। পাক দলের জেতা শেষ টেস্ট ম্যাচ।


তারপর ঠিক এক বছর পার। মাঝে আর কোনও টেস্ট ম্যাচ জেতেননি বাবর আজমরা (Babar Azam)। অভিশাপ ঘুচল সেই গলে। সেই ১৬-২০ জুলাইয়ের টেস্ট ম্যাচে। জয়ের ব্যবধান? সেই ৪ উইকেট।


আরও পড়ুন: শাহরুখের গলায় প্রকাশ পেল বিশ্বকাপের প্রোমো, উচ্ছ্বসিত নেটিজেনরা



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial