করাচি: একটা সময় কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলে (IPL) খেলে গিয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কও হয়েছিলেন। বাবর আজ়মদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে উঠে এল সেই পাক অলরাউন্ডারের নাম।
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান (SL vs Pak)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের পয়েন্ট টেবিলে ভারতকে ধরে ফেললেন বাবর আজমরা।
এই জয়ের ফলে একটি করে টেস্ট ম্যাচের পর একশো শতাংশ জয়ের হার রেখে ভারত ও পাকিস্তান - দুই দল যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত জিতলে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারলে বা ড্র করলে অবশ্য টিম ইন্ডিয়া এগিয়ে যাবে।
২০২২ সালের জুলাই। আরও নিখুঁতভাবে বললে, ১৬-২০ জুলাই - এই পাঁচদিনের সময়সীমা। স্থান গল। বিপক্ষে দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। ৪ উইকেটে সেই ম্যাচ জিতেছিল পাকিস্তান। পাক দলের জেতা শেষ টেস্ট ম্যাচ।
তারপর ঠিক এক বছর পার। মাঝে আর কোনও টেস্ট ম্যাচ জেতেননি বাবর আজমরা (Babar Azam)। অভিশাপ ঘুচল সেই গলে। সেই ১৬-২০ জুলাইয়ের টেস্ট ম্যাচে। জয়ের ব্যবধান? সেই ৪ উইকেট।
আরও পড়ুন: শাহরুখের গলায় প্রকাশ পেল বিশ্বকাপের প্রোমো, উচ্ছ্বসিত নেটিজেনরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial