নয়াদিল্লি: এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ঐশ্বর্য প্রতাপ সিংহের। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন ঐশ্বর্য। কাজাখাস্তানে বসেছে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপের আসর। ৪৬২.৫ পয়েন্ট নিয়ে পোডিয়ামে শীর্ষে থেকে সোনা জিতেছেন ঐশ্বর্য। চিনের শ্যুটার ৪৬২ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন। জাপানের প্রতিদ্বন্দ্বী নাওয়া ওকাদা ৪৪৫.৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
টিম ইভেন্টেও পদক জিতেছে ভারত। সেই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার, চেইন সিংহ, আখিল শেওরান মিলে রুপো জিতেছেন। মধ্যপ্রদেশের মন্ত্রী যশোধারা রাজে সিন্ধিয়া নিজের সোশ্য়াল মিডিয়ায় ঐশ্বর্য প্রতাপের পদক জয়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''মধ্যপ্রদেশের শ্যুটিং অ্য়াকাডেমির ঐশ্বর্য প্রতাপ সিংহ সোনা জিতেছে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছে ঐশ্বর্য। এশিয়ান গেমস ও অলিম্পিক্স গেমসে ভারতের পদক জয়ের অন্যতম সম্ভাবনা ঐশ্বর্য।''
দলীপের নেতৃত্ব ফিরিয়েছিলেন শ্রেয়স আইয়ার
এশিয়া কাপের স্কোয়াডে শ্রেয়স আইয়ারের নাম না দেখার পর থেকেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা সমালোচনা শুরু করে দিয়েছেন। গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে কাঠগড়ায় তোলা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে, আইপিএলে প্রচুর রান করেও সুযোগ আসেনি জাতীয় দলে। শ্রেয়স নিজেও হতাশ হয়েছেন এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে জায়গা না পেয়ে। দিনকয়েক পরেই দলীপ ট্রফি দিয়ে এ বছরের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হবে। সেই টুর্নামেন্টে পশ্চিমাঞ্চলের দলে রয়েছেন শ্রেয়স আইয়ার। তবে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহুল প্রশংসিত হলেও, শার্দুল ঠাকুরকে পশ্চিমাঞ্চলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী শার্দুল নয়, শ্রেয়সই কিন্তু অধিনায়ক হিসাবে পশ্চিমাঞ্চলের নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন। তাহলে তিনি কেন অধিনায়ক হলেন না?
রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়স আইয়ার এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ার প্রত্যাশায় ছিলেন। সেই কারণেই ৩০ বছর বয়সি তারকা ক্রিকেটার নাকি পশ্চিমাঞ্চলের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। ২৮ অগাস্ট থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দলীপের শুরুর দিকে হলেও, তার সূচির সঙ্গে এশিয়া কাপের সূচির সংঘর্ষের জেরে শুভমন গিলরা পরের দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না। এশিয়া কাপে তিনি সুযোগ পাবেন এবং এমন সংঘর্ষ ঘটতে পারে ভেবেই হয়তো শ্রেয়স অধিনায়কত্ব ফিরিয়ে দেন বলে মনে করছে একাংশ।