শারজা: বুধবার সন্ধ্যায় এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে এক টানটান উত্তেজক ম্যাচে আফগানিস্তানকে পরাস্ত করল পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম বড় অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। পাকিস্তানকে চাপে ফেলেও শেষে ১ উইকেটে হেরে গেল আফগানিস্তান (Pak vs Afg)। ম্যাচের দুই দলের ব্যাট বলের লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেকার তর্কাতর্কিও নজর কাড়ে। ম্যাচ চলাকালীনই ১৯তম ওভারে পাকিস্তান ব্যাটার আসিফ আলি (Asif Ali) ও ফারিদ আমেদের (Fareed Ahmed) মধ্যে ঝামেলা লেগে যায়। 


ঘটনাটা কী?


টানটান ম্যাচে একমাত্র জয়ই আফগানিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারত। এমন পরিস্থিতিতে আফগান খেলোয়াড়রা নিজেদের সবটা উজাড় করে দেন। তাঁদের আবেগও ছিল চোখে পড়ার মতো। ১৯তম ওভারে আসিফ আলিকে আউট করেই কার্যত তাঁর মুখের সামনে গিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিমায় উইকেট সেলিব্রেট করেন আফগান বোলার ফারিদ। সেইসময় আসিফই ছিলেন পাকিস্তানের শেষ ভাল ব্যাটার। তাই তাঁকে আউট করা কার্যত আফগানদের এক ঐতিহাসিক জয়ের দিকে একধাপ এগিয়ে নিয়ে যায়। সেই খুশিতেই আবেগতাড়িত ফারিদ এমন উচ্ছ্বাস দেখান।


তবে আসিফ আলি কিন্তু তা খুব একটা ভালভাবে নেননি। ক্ষিপ্ত হয়ে তিনি ক্রিজের মাঝেই ফারিদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। ব্যাট তুলে কার্যত মারার ভঙ্গিমাও নেন। তবে নিজেকে সংযত করে শেষমেশ সাজঘরের দিকেই ফেরেন পাক তারকা। সেই সময়ও উত্তেজিত ফারিদ তাঁকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দেন। এই ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। শেষমেশ অবশ্য জয় অধরাই থেকে গেল আফগানিস্তানের।


 






ভারতের আশা শেষ


শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে মাত্র ১ উইকেট। ফজলহক ফারুকি পরপর দুটি ফুলটস করে বসেন। আর দুই বলে দুটি ছক্কা মারেন নাসিম শাহ। এই জয়ের ফলে ভারত ও আফগানিস্তান, দুই দলেরই বিদায় ঘটে গেল। বৃহস্পতিবারের ভারত-আফগানিস্তান ও শুক্রবারের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। ভারত ও আফগানিস্তান উভয়েই চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গেল। ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কাই।