পূজারার ছুটি চাই কিনা, তা ওর স্ত্রীকে জিজ্ঞাসা করুন, বললেন রাহুল
ABP Ananda, web desk | 29 Mar 2017 08:17 AM (IST)
ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে চার টেস্টে সাত ইনিংসে ৫৭.৮৬ গড়ে মোট ৪০৫ রান। একটি ডাবল সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। বর্ডার-গাওস্কর সিরিজে ভারতের সর্বাধিক রানসংগ্রহকারী চেতেশ্বর পূজারা। চলতি মরশুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০০ রান করেছেন পূজারা। ২-১-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। ঘরের মাঠে গত ১৩ টেস্টের মধ্যে ১০ টিতেই ভারত জিতেছে। এই জয়ের ধারাবাহিকতার ক্ষেত্রে পূজারা ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন। গতকাল ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতার পর বিসিসিআই টিভির সঙ্গে পূজারা ও কে এল রাহুলের সাক্ষাত্কারটি বেশ মজাদার হল। রাঁচি টেস্টে পূজারা ৫২৫ টি বল খেলেছিনেন। কোনও একটি ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েন তিনি। সাক্ষাত্কার নিতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী প্রশ্ন করেন, এখন কি তাঁর ছুটির প্রয়োজন রয়েছে? জবাবে পূজারা বলেন, না, বরং আরও কয়েকটি ম্যাচ খেলতে পারলে ভালো হত। কারণ, এখন আমি বেশ ভালো ব্যাটিং করছি এবং ক্রিকেট উপভোগ করছি। এই মরশুমটা আমার ও দলের দারুন কেটেছে। পরের মরশুমেও এরকমই খেলতে চাই। স্ট্যান্ডে দাঁড়িয়ে পূজারার স্ত্রী পূজা তখন হাততালি দিচ্ছিলেন, হাসছিলেন। পূজারার কথা শেষ হওয়ার পরই এগিয়ে এলেন রাহুল। বললেন, পূজারার ছুটি চাই কিনা, তা ওর স্ত্রীকে জিজ্ঞাসা করুন। পূজারার স্ত্রীই এই প্রশ্নের ভালো জবাব দিতে পারবেন। রাহুলের কথায় হাসি চেপে রাখতে পারলেন শাস্ত্রী ও পূজারা। স্ট্যান্ডে পূজারার স্ত্রীর মুখেও তখন হাসি।