কলকাতা: আনুষ্ঠানিকভাবে এটিকে মোহনবাগানের দায়িত্ব নিলেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আইএসএলের আগে মালাগার (malaga) মত স্প্যানিশ ক্লাবের যুব দলের কোচিং করিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পরই এটিকে মোহনবাগান (atk mohun bagan) কোচ বলেন, ''আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সমর্থকরা সেরা ফুটবলটা দেখতে পাবে বলেই আশা রাখি। সবাই একসঙ্গে সেলিব্রেট করব। আমি আমার ছেলেদের সঙ্গে কঠিন পরিশ্রম করব। আশা করি দল ঠিক ঘুরে দাঁড়াবে।''


আইএসএলের মাঝেই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যান্তােনিও লোপেজ হাবাস। চলতি আইএসএলে ক্রমাগত ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের স্প্যানিশ কোচ। ডার্বিতে (derby) জয়ের পর থেকে টানা ৪ ম্যাচ জয় পায়নি এটিকে মোহনবাগান (atk mohun bagan) শিবির। তার জন্যই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সবুজ মেরুন দলের কোচের। বর্তমানে সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। সূত্রের খবর, হাবাস পদত্যাগপত্র পাঠিয়েছেন এটিকে মোহনবাগান কর্তাদের কাছে। সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে। আইএসএলে পরপর চার ম্যাচে জয় অধরা মোহনবাগানের। লিগ টেবলে এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। 


এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলও (SC East Bengal) সেই পথে হেঁটে সরিয়ে দিতে পারে ম্যানুয়েল মানোলো দিয়াজকে (Manolo Díaz)। চলতি আইএসএল-এ  (ISL 2021) ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার নীচে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আর তাই মরসুমের মাঝপথে মানোলো দিয়াজের চাকরি যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, শনিবার তাঁর সঙ্গে বিনিয়োগকারী সংস্থার কর্তারা একদফা আলোচনা করেছেন। মঙ্গলবার হায়দরবাদ এফসি-র বিরুদ্ধে নামবে মানোলো দিয়াজের দল। সূত্রের খবর, সোমবার কোচের সঙ্গে কর্তাদের ফের একবার আলোচনা হতে পারে। তারপর কোনও জোরাল ইঙ্গিত পাওয়া গেলেও যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


আরও পড়ুন: ২২ গজে নয়, এবার হেঁশেলে হাত পাকাচ্ছেন রবি শাস্ত্রী