হায়দরাবাদ: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও হায়দারাবাদ এফসি, উভয় দলই নিজেদের গত ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল। হায়দরাবাদ ৩-১ স্কোরলাইনে ওড়িশার বিরুদ্ধে পরাজিত হয়েছিল। অপরদিকে, এটিকে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। তাই উভয় দলই জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর হবে। এই ম্যাচে জয় পেলে সবুজ মেরুনের লিগ তালিকায় তিনে উঠে আসতে পারে। গত ম্যাচের হতাশা ভুলে সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) মাথায় কেবলই এই ম্যাচ জয়ের চিন্তাভাবনাই ঘোরাফেরা করছে।
কেরলের বিরুদ্ধে ফাইনাল
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মলেনে ফেরান্দো বলেন, 'সত্যি বলতে আমি এই ম্যাচ জিতে প্রথম তিনের লড়াইয়ে থাকতে চাই। আমরা হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট নিতে বদ্ধপরিকর। আমরা কিন্তু এখনও প্লে-অফের দৌড়ে রয়েছি। কেরল ব্লাস্টার্স নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তাই আমাদের জন্য এই ম্যাচটা একটা বড় সুযোগ। আমরা যদি এই ম্যাচে জিতি তাহলে কেরল ব্লাস্টার্সের সঙ্গে আমাদের ম্যাচটা তৃতীয় স্থান দখলের ফাইনাল হতে পারে। তবে সবার আগে হায়দরাবাদ ম্যাচেই আমাদের নজর রয়েছে। ওদের দলে অনেকগুলি ভাল খেলোয়াড় রয়েছে এবং ওদের মরসুমটাও ভাল কাটছে, তাই ম্যাচটা একেবারেই সহজ হবে না।'
দুর্দান্ত মরসুম
বর্তমানে এটিকে মোহনবাগানা লিগ তালিকায় চার নম্বরে রয়েছে। অপরদিকে, হায়দরাবাদ রয়েছে দ্বিতীয় স্থানে। এই মরসুমেই এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রোতাস (Dimtri Petratos)। তবে প্রথম মরসুমেই সবুজ মেরুনের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন তারকা স্ট্রাইকার। ইতিমধ্যেই তিনি ১৬ ম্যাচে আটটি গোল করে ফেলেছেন। এদিন সবুজ মেরুন কোচের মুখে তাঁর প্রশংসাও শোনা গেল।
দলের তারকা স্ট্রাইকারের প্রশংসা করে স্প্যানিশ কোচ বলেন, 'দিমি (দিমিত্রি) গোটা মরসুমেই ভাল খেলেছে। ওর পরিসংখ্যানেই তার প্রমাণ পাওয়া যায়। ও ভালভাবে প্রেসিং ফুটবল খেলতে পারে এবং প্রতিপক্ষ বক্সে জায়গা করে নিতেও দক্ষ। আক্রমণ করার পাশাপাশি দলের রক্ষণেও ও মদত করে। এ মরসুমের অন্যতম সেরা খেলোয়াড় ও। দলের হয়ে প্রচুর গোল করার পাশাপাশি বেশ কয়েকটি গোলের পাসও বাড়িয়ে ও। দিমির পারফরম্যান্সে আমি ভীষণ ভীষণ খুশি।'
আজকের ম্যাচের পর শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান। এরপর নিজেদের লিগ মরসুমের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। তবে তিনটি ম্যাচ জিতলেও ফেরান্দোর দলের প্রথম দুইয়ে শেষ করা বেশ খানিকটা কঠিনই। এটিকে মোহনবাগানকে সেক্ষেত্রে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, আশা করতে হবে যাতে হায়দরাবাদ পয়েন্ট নষ্ট করে।
আরও পড়ুন: বিরাট মূল্যে আরসিবিতে যোগ দিলেন স্মৃতি, উচ্ছ্বাসে ভাসলেন ভারতীয় সতীর্থরা