কলকাতা: আইএসএলের নতুন মরসুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। টুর্নামেন্ট শুরুর আগেই দলের তিন তারকার সঙ্গে নতুন চুক্তি করে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। লিস্টন কোলাসো (Liston Colaco), দীপক টাংরি (Deepak Tangri) এবং মনবীর সিংহের (Manvir Singh) সঙ্গে নতুন করে চুক্তি করল সবুজ মেরুন। মনবীর ও কোলাসোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত এবং টাংরির সঙ্গে এক বছর কম, ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান।


তিন ফুটবলারের চুক্তি 


গত মরসুমে অনবদ্য পারফর্ম করেছিলেন লিস্টন। তিনিই ভারতীয় ফুটবলার হিসাবে লিগে সর্বাধিক আটটি গোল করেছিলেন। এছাড়াও তাঁর পা থেকে বেরিয়ে এসেছিল ছয়টি গোলের পাস। এএফসি কাপেও চারটি গোল করেছিলেন তিনি। বর্তমানে ভারতের অন্যতম সেরা উইঙ্গারকে তাই স্বাভাবিকভাবেই হাতছাড়া করতে চায়না সবুজ মেরুন কর্তৃপক্ষ। এটিকে মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লিস্টন। তিনি বলেন, 'দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবের পরিবেশ ও পরিকাঠামো খুবই ভাল। সেইজন্যেই আরও পাঁচ বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গত বছর ভাল খেললেও ট্রফি পাইনি। এ বছর ট্রফি জয়ই লক্ষ্য।'


লিস্টনের মতো দলে বেশ কিছু নতুন খেলোয়াড় আসায় দল আরও শক্তিশালী হয়েছে এবং নতুন আইএসএল মরসুমের আগে দলের প্রস্তুতিও বেশ ভালই হয়েছে। লিস্টনের মতো মনবীর ও দীপক টাংরিও খেতাব জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর। লিস্টনের সুরে তাঁরাও বলেন, 'বর্তমানে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হল প্রথম ম্যাচে জয় দিয়ে মরসুম শুরু করা এবং অবশ্যই মরসুম শেষে ট্রফি জয়।'


 






পুজোর ছুটি


১০ অক্টোবর চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। তবে তার আগে পুজোতে তিন দিনের ছুটি। তিন সপ্তাহ অনুশীলন করার পর সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো উৎসবের মরসুমে ফুটবলারদের তিন দিনের ছুটি দিয়েছেন। ৪ অক্টোবর, বুধবার থেকে আবার অনুশীলনে নামবেন সবুজ মেরুন ফুটবলাররা। যুবভারতী স্টেডিয়ামেই অনুশীলন সারবেন দীপক, লিস্টনরা। 


আরও পড়ুন: আইএসএলে কলকাতার দলের যে ম্যাচগুলি না দেখলেই নয়