কোচি: আইএসএলে (ISL 2022-23) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়িনের বিপক্ষে ১-২ গোলে পরাজিত হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ রবিবার, ১৬ অক্টোবর সেই হতাশা পিছনে ফেলে জয়ের লক্ষ্যে নিজেদের আইএসএস মরসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সবুজ মেরুন। প্রতিপক্ষ গতবারের রানার্স আপ দল কেরল ব্লাস্টার্স (ATKMB vs KBFC)। লাল হলুদের বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের মরসুম শুরু করেছিল কেরল। কলকাতার আরেক দলের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবে তারা।


কবে আয়োজিত হবে এটিকে মোহনবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচ?


রবিবার, ১৬ অক্টোবর আয়োজিত হবে এই ম্যাচটি।


কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচটি?


কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে।


কোন চ্যানেলে খেলা দেখবেন?                                                                                                               


এটিকে মোহনবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।                                                                                


মোবাইলে কোথায় দেখা যাবে?                                                                                                                          


সবুজ মেরুনের এই ম্যাচটি মোবাইলে হটস্টার অ্যাপেও দেখা যাবে।                                                                 


ক'টা থেকে শুরু ম্যাচ? 


এটিকে মোহবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচটি সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে।


আত্মবিশ্বাসী সবুজ মেরুন কোচ


প্রথম ম্যাচে হারলেও, দলের খেলোয়াড়রা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে, আশা রাখছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, '(প্রথম ম্যাচ হারায়) আমি হতাশ ঠিকই। তবে এটাই ফুটবল এবং এটাই জীবন। যখন আমরা জিতি বা হারি, তখন স্টাফদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হার-জিতের কারণ। আমরা হারি, কারণ, প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু ছোটখাটো ব্যাপারে আমরা ভুল করি। ফুটবলে কৌশল ও টেকনিক গুরুত্বপূর্ণ ব্যাপার হলেও খেলোয়াড়দের আবেগও কম গুরুত্বপূর্ণ নয়। তারা মানসিক চাপে থাকলে বা ভয়ে ভয়ে খেললে দল হেরে যেতে পারে। তবে আবারও বলছি। এই দলের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। এরা ক্রমশ উন্নতি করবে। এদের যথেষ্ট প্রতিভা রয়েছে। প্রত্যেকেই খুব ভাল খেলোয়াড়। আমরা যদি মন দিয়ে নিজেদের কাজ করে যেতে পারি , তা হলে সাফল্য একশো শতাংশ আসবে। আমাদের জীবনও একই নিয়মে চলে।'


আরও পড়ুন: ''জবাব দিতেই প্রেসিডেন্ট পদে লড়ব'', সিএবিতে ঘোষণা সৌরভের