ISl 2022: ইমামি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান

ISL Derby 2022: বিগত দুই মরসুমে আইএসএলে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলা হলেও, তা ঘরের থেকে অনেকটাই দূরে, গোয়ায়া ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল।

ABP Ananda Last Updated: 29 Oct 2022 09:57 PM
Atk Mohun Bagan vs Emami East Bengal: ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের

আইএসএল ডার্বি ফের এটিকে মোহনবাগানের। ২-০ গোলে জয় সবুজ মেরুন বাহিনীর।

ISl 2022: ফের গোল এটিকে মোহনবাগানের, এবার গোল পেলেন মনবীর

ফের গোল এটিকে মোহনবাগানের। এবার মনবীর সিংহ গোল পেলেন। 

Atk Mohun Bagan vs Emami East Bengal: এগিয়ে গেল এটিকে মোহন বাগান

বুমৌসের গোলে এগিয়ে গেল এটিকে মোহন বাগান। খেলার ৫৬ মিনিটের মাথায় ডার্বিতে এল প্রথম গোল।

ISl 2022: দ্বিতীয়ার্ধে ৮০ শতাংশ গোল করে ইস্টবেঙ্গল

ইতিহাস বলছে চলতি মরসুমে ইমামি ইস্টবেঙ্গল তাঁদের ৮০ শতাংশ গোল করেছে খেলার দ্বিতীয়ার্ধে।

Atk Mohun Bagan vs Emami East Bengal: দুরন্ত সেভ সবুজ মেরুন গোলকিপারের

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হল। ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। দুরন্ত সেভ এটিকে মোহন বাগান গোলকিপারের।

Atk Mohun Bagan vs Emami East Bengal: গোলশূন্য ডার্বির প্রথমার্ধ

আইএসএল ডার্বির প্রথমার্ধের খেলা শেষ হল। কোনও দলই এখনও গোলের খাতা খুলতে পারেনি। 

Atk Mohun Bagan vs Emami East Bengal: গোলশূন্য ডার্বির প্রথমার্ধ

আইএসএল ডার্বির প্রথমার্ধের খেলা শেষ হল। কোনও দলই এখনও গোলের খাতা খুলতে পারেনি। 

ISl 2022: ক্ষিপ্ত হয়ে উঠছেন ফুটবলাররা

মাঝমাঠে দোহার্তির সঙ্গে বুমৌসের ধাক্কাধাক্কি। বারবার ক্ষিপ্ত হয়ে উঠছেন ২ দলের ফুটবলাররা।

Atk Mohun Bagan vs Emami East Bengal: আক্রমণ বাড়াচ্ছে লাল হলুদ শিবির

বারবার এটিকে মোহনবাগানের বক্সে আক্রমণ শানাচ্ছে লাল হলুদের ফুটবলাররা। 

ISl 2022: গোল মিস লাল হলুদের

কর্নার থেকে বল পেয়ে দুরন্ত হেড। অল্পের জন্য গোল মিস করলেন ইস্টবেঙ্গল ফুটবলার। 

Atk Mohun Bagan vs Emami East Bengal: ক্লেটনের দিকে তাকিয়ে লাল হলুদ শিবির

ক্লেটন শিলভার ওপর নির্ভর করছে ইমামি ইস্টবেঙ্গল। পাল্টা প্রত্যাঘাতে তৈরি প্রীতমরা।

ISl 2022: নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে শুরু হবে ডার্বি

নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে শুরু হবে ডার্বি। কারণ হায়দরাবাদ বনাম এফ সি গোয়া ম্যাচে ফ্লাড লাইট নিভে গিয়েছিল। সেই কারণে ওই ম্যাচটি শেষ হতে লেট হবে। তার জন্য ডার্বি কুড়ি মিনিট লেটে শুরু হবে

প্রেক্ষাপট

কলকাতা: আজ বড় ম্যাচ। আইএসএলে প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (ATK Mohun Bagan vs East Bengal) ম্যাচটি। বিগত দুই মরসুমে আইএসএলে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলা হলেও, তা ঘরের থেকে অনেকটাই দূরে, গোয়ায়া ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই মাঠে ফিরেছেন দর্শকরা। আগের মতোই নিজেদের শহরে নিজেদের মাঠে ম্যাচ খেলছে দলগুলিও।


প্রথমবার আইএসএলে কলকাতায় দর্শকদের সামনে মুখোমুখি হবে দুই কলকাতা জায়ান্ট। এই ম্যাচ ঘিরে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। লাল হলুদ ও সবুজ মেরুন, উভয় দলই নিজেদের গত ম্যাচে জয় পেয়ে ভাল ফর্মে রয়েছে। শনিবার তাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অবশ্য পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। আইএসএলে চারটি বড় ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। হতাশাই হাতে লেগেছে ইস্টবেঙ্গলের। তবে ডার্বিতে অতীতের পরিসংখ্যান কখনই তেমন গুরুত্ব পায় না। এখন অপেক্ষা সন্ধ্যা হওয়ার। 


শুক্রবার সাংবাদিক বৈঠকে কনস্টান্টাইনের কাছে জানতে চাওয়া হয়েছিল কলকাতা ডার্বি নিয়ে আপনার চিন্তা-ভাবনা কী রকম? লাল-হলুদ কোচ বলেন, 'আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.