সিডনিতে এই টেস্টের তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৮ রানের জবাবে ৮ উইকেটে ২৭১ রান করেছিল পাকিস্তান। চতুর্থ দিন ৩১৫ রানে অলআউট হয়ে যায় মিসবা উল হকের দল। ইউনিস খান ১৭৫ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ৯৫ বলে ১১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। এদিন তিনি টি-২০-র ধাঁচে ২৭ বলে ৫৫ রান করেন। উসমান খোয়াজা (৭৯ অপরাজিত) ও স্মিথ (৫৯) অর্ধশতরান করেন। পিটার হ্যান্ডসমকম্ব ৪০ রানে অপরাজিত থাকেন। ২ উইকেটে ২৪১ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া।
৪৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শার্জিল খানের (৪০) উইকেট হারিয়ে দিনের শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ৫৫। ক্রিজে আছেন আজহার আলি (১১) ও ইয়াসির শাহ (৩)।