আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের শতরান ও অ্যারন ফিঞ্চের বড় রানের সুবাদে ৫ উইকেটে ৩৩৪ রান করে স্টিভ স্মিথের দল। ওয়ার্নার ১১৯ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে কেদার যাদবের বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ফিঞ্চও শতরানের পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৯৪ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। অধিনায়ক স্মিথ (৩) অবশ্য রান পাননি। তাঁকেও ফিরিয়ে দেন উমেশ। শেষদিকে ট্রেভিস হেড ২৯ ও পিটার হ্যান্ডসকম্ব ৪৩ রান করেন। উমেশ ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন। একসময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া আরও বড় স্কোর করবে। তবে ভারতের বোলাররা শেষদিকে পরপর উইকেট তুলে নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন।
৩৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে ভারত। দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা অর্ধশতরান করেন। রাহানে ৫৩ রান করে আউট হয়ে যান। রোহিত ৬৫ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি করেন ২১ রান। হার্দিক পাণ্ড্য (৪১), কেদার যাদব (৬৭), মণীশ পাণ্ডেরাও (৩৩) ভাল ব্যাটিং করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মহেন্দ্র সিংহ ধোনি (১৩) আউট হয়ে যেতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।
সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে যাওয়ার পর আজ দলে তিনটি বদল করে ভারত। দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের বদলে দলে আসেন মহম্মদ শামি, উমেশ ও অক্ষর। অস্ট্রেলিয়া দলেও দুটি পরিবর্তন হয়। গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দলে আসেন ম্যাথু ওয়েড এবং অ্যাশটন অ্যাগারের জায়গায় আসেন অ্যাডাম জাম্পা।