মেলবোর্ন: এবার ভারতীয় অস্ত্রেই ভারতের মাটিতে স্পিন সামলানোর কৌশল অবলম্বন করতে চলেছে অস্ট্রেলিয়া।


খবরে প্রকাশ, আসন্ন ভারত সফরের আগে দলের স্পিন পরামর্শদাতা হিসেবে প্রাক্তন ভারতীয় স্পিনার শ্রীরাম শ্রীধরণকে নিয়োগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে, প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসরকেও একই পদে নিয়োগ করেছে তারা।


২০০০ সালের মার্চ মাস থেকে ২০০৪ ডিসেম্বরের মধ্যে ভারতের হয়ে আটটি একদিনের ম্যাচ খেলা শ্রীরাম এর আগেও অজি দলের হয়ে কাজ করেছেন। গত বছর ভারতে টি-২০ বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরের সময় তিনি স্মিথ-বাহিনীকে সহায়তা করেন।


ক্রিকেট অস্ট্রেলিয়ার একজিকিউটিভ জেনারেল ম্যানেজার টিম পারফরম্যান্স প্যাট হাওয়ার্ড জানান, প্রাক্তন ভারতীয় স্পিনার বর্তমানে অস্ট্রেলীয় অনুর্ধ্ব-১৬ দলের সঙ্গে দুবাইতে রয়েছেন। হাওয়ার্ড বলেন, ভারতীয় পরিস্থিতি সম্পর্কে শ্রীরামের কাছে বিস্তর তথ্য রয়েছে। একইসঙ্গে তিনি আমাদের ক্রিকেটারদেরও ভাল চেনেন।


আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চার ম্যাচের সিরিজ ঘিরে প্রচণ্ড উত্তেজিত ৪০ বছরের শ্রীরাম। প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, অস্ট্রেলিয়া টিমের সঙ্গে পুনরায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে বিরাট সম্মানের।  দলের জয়ে অবদান রাখার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।


তিনি যোগ করেন, বর্তমান ফর্মের বিচারে বিশ্ব ক্রিকেটে ভারতীয় দল এখন অন্যতম শক্তিশালী। আর ভারতে খেলা মানে যে কোনও দলের কাছে একটা কঠিন পরীক্ষা। তাই এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।


এদিকে, শুধু শ্রীরাম নন, ভারতীয় পিচে স্পিন মোকাবিলায় ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসরের সাহায্যও নিচ্ছে অজি-বাহিনী। খবরে প্রকাশ, ভারতীয় সফরের আগে, দলের প্রস্তুতিতে পানেসরকে কাজে লাগাতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


২০১২-১৩ সালে ইংল্যান্ড দল যখন এদেশের সফরে এসেছিল, তখন ভারতের বিরুদ্ধে দারুন সফল হয়েছিলেন পানেসর। তিন টেস্টে ১৭টি উইকেট দখল করেছিলেন তিনি। পানেসরের সেই অভিজ্ঞতাকেই হাতিয়ার করতে চাইছে অজি-রা। জানা গিয়েছে, ভারত সফরে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কীফের সহায়তা করতে দেখা যাবে পানেসরকে।