আবু ধাবি: একটা সময় এই দুই দেশের দ্বৈরথের উত্তাপ ছাড়িয়ে গিয়েছিল অ্যাশেজ সিরিজের রোমাঞ্চকেও। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে একপেশে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আটকে গেল ১১৮/৯ স্কোরে। মাত্র ১১৯ রান করলেই ২ পয়েন্ট ঘরে তুলবে অস্ট্রেলিয়া।


ব্যাট হাতে অজি বোলারদের বিরুদ্ধে লড়াই করলেন একমাত্র এইডেন মারক্রাম। ৩৬ বলে ৪০ রান করে তিনিই দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ স্কোরার। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো রান করেননি। অজি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। বল হাতে সফল গ্লেন ম্যাক্সওয়েলও। একটি উইকেট পেয়েছেন তিনি। এক উইকেট প্যাট কামিন্সের।


এদিকে, রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। তার আগে, শনিবার, হাই-ভোল্টেজ ম্যাচের দল ঘোষণা করল পাকিস্তান।আগামীকাল, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দল অনেকটা এরকম। দলে থাকছেন-- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জমন, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক), হাসান আলি, শাহিন আফ্রিদি, হরিস রউফ ও হায়দার আলি।


টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় ব্লকবাস্টারে আগামীকাল দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সুপার সানডে থ্রিলারে ফেভারিট অবশ্যই টিম ইন্ডিয়া। বিরাট ব্রিগেডে মেন্টর ধোনির উপস্থিতি প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে যথেষ্ট।  দলে তারুণ্য, অভিজ্ঞতার মিশেল। হার্দিক আদৌ বোলিং করবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলত, প্রথম একাদশে ঢোকার ব্যাপারে অশ্বিনের থেকে কিছুটা এগিয়ে বরুণ চক্রবর্তী। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটিতেই জয় ভারতের। অন্যদিকে, দল নির্বাচন থেকে বোর্ডের অন্তর্কলহ নিয়ে জেরবার পাকিস্তান। 


পাকিস্তানকে শুধু স্বপ্ন দেখাচ্ছে বাবর আজমের অবিশ্বাস্য ফর্ম।  খাতায়-কলমে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে চাপ সামলে সেরা পারফর্ম যারা করবে, ম্যাচ তাদেরই, মানছেন বিশেষজ্ঞরা।