সুনীত হালদার, হাওড়া: জল কোথাও হাঁটু সমান! তো কোথাও কোমরের কাছাকাছি! জমা জল ঠেলেই চলছে যাতায়াত! নোংরা জল ঢুকে যাচ্ছে বাড়িতেও!
এই অবস্থায় একপ্রকার তিতিবিরক্ত হাওড়ার পঞ্চাননতলার বাসিন্দারা। তাঁদের দাবি, দিন তিনেক আগে বৃষ্টি হলেও, এখনও জল নামেনি মধ্য হাওড়ার এই এলাকায়। এই পরিস্থিতিতে দেশপ্রাণ শাসমল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
অবরোধ তুলতে পুলিশ এলে শুরু হয় কথা কাটাকাটি! এলাকার বাসিন্দাদের অভিযোগ, একটু বৃষ্টিতেই জমা জলের ভোগান্তির মধ্যে পড়তে হয় তাঁদের। প্রশাসনের তরফে শুধুই প্রতিশ্রুতি মেলে, কাজের কাজ কিছু হয় না।
হাওড়ার বাসিন্দা শ্রাবণী পাল জানান, বৃষ্টি হলেই এখানে জল জমে। ঘরে জল ঢুকে গেছে। পুরসভার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বাধ্য হয়েই অবরোধ করতে হয়েছে। অপর হাওড়া রণিতা বন্দ্যোপাধ্যায় জানান, রাস্তা উঁচু করে দিয়েছে। বাড়ি-ঘর নিচু হয়ে গেছে। তার ফলে জল নামছে না। নিকাশি ব্যবস্থায় কিছু করছে না পুরসভা।
জমা জলে হাওড়ায় দুর্ভোগ । তুঙ্গে রাজনৈতিক তরজা। হাওড়া সদরের বিজেপির সভাপতি সুরজিৎ সাহার কটাক্ষ, ' এটা আসলে দুয়ারে জল প্রকল্প। রাস্তা উঁচু হচ্ছে, এলাকার বাড়ি নিচু হয়ে যাচ্ছে। নিকাশীর জন্য কিছু করা হচ্ছে না।' অন্যদিকে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'আমাদের একটা পরিকল্পনা আছে। অতিরিক্ত পাম্প বসিয়ে জল নামানো হচ্ছে। পরবর্তীতে নিকাশী ব্যবস্থার উন্নতি করা হবে।'
রাজনৈতিক তরজা বা প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতি নয়, জমা জলের দুর্ভোগ কাটাতে স্থায়ী সমাধান কবে হবে? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা।