সিডনি: করোনা ভাইরাসের জেরে আপাতত সব খেলা বন্ধ থাকলেও, পরবর্তী পরিস্থিতি নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য কয়েকটি বিষয়ে খেলোয়াড়দের সতর্ক করে দেওয়া হচ্ছে। ফুটবল মাঠে থুতু ফেললে হলুদ কার্ড দেখানোর নিয়ম চালু করার কথা ভাবছে ফিফা। ক্রিকেটের নিয়মেও কিছু বদল করা হবে বলে শোনা যাচ্ছে। আইসিসি এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি। তবে তার আগেই অস্ট্রেলিয়ায় এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিকেট বল চকচকে রাখার জন্য মুখের লালা ও ঘাম ব্যবহার করা যাবে না।


একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বিভিন্ন ক্রীড়া সংস্থা, সরকার এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশিকা জারি করেছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস।

করোনার জেরে শুধু খেলাই বন্ধ হয়ে যায়নি, দলগত অনুশীলনও আর হচ্ছে না। শুধু ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। তবে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস কিছুদিন পরেই দলগত অনুশীলনের অনুমতি দেওয়া হবে। অল্প কয়েকজন বোলার নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করা যাবে। ফিল্ডিং অনুশীলনের ক্ষেত্রে কোনওরকম নিষেধাজ্ঞা থাকবে না। ওয়ার্ম-আপের সময় অবশ্য খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। এ বছরের শেষদিকে খেলা ও পূর্ণাঙ্গ অনুশীলন করার অনুমতি দেওয়া হতে পারে। তবে তখনও বলের পালিশ বজায় রাখার জন্য লালা ও ঘাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘অনুশীলনের সময় অপ্রয়োজনে কারও কাছাকাছি যাওয়া চলবে না। খেলা ও দলগত অনুশীলন শুরু হওয়ার আগে ক্রীড়া সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে, কেউ অসুস্থ হলে বা করোনা আক্রান্তের সংস্পর্শে এলে ১৪ দিন মাঠে আসবেন না। কারও শ্বাসকষ্ট হলে তাঁকে সম্ভাব্য করোনা আক্রান্ত বলেই ধরে নিতে হবে। তিনি চিকিৎসকের অনুমতি না পাওয়া পর্যন্ত মাঠে নামতে পারবেন না।’