সিডনি: এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের আবিষ্কার বাঁ হাতি পেসার টি নটরাজন। তিনি টি-২০ সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ৬ উইকেট নিয়ে তিনিই এই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী। একদিনের সিরিজ হারলেও, টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল।


এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন নটরাজন। তিনি আইপিএল-এও ভাল পারফরম্যান্স দেখান। এবার আন্তর্জাতিক স্তরেও ভাল পারফরম্যান্স দেখানোয় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থর উদ্দেশে ওয়ার্নার লিখেছেন, ‘হারি, জিতি বা ড্র হোক, আমরা সবসময় মাঠে ও মাঠের বাইরে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সিরিজ হারলেও, আমি এই ছেলেটার জন্য খুব খুশি। ও খুব ভাল খেলে। ও খেলা খুব ভালবাসে। নেট বোলার হিসেবে বিদেশ সফরে দলের সঙ্গে আসার পর ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক বা টি-২০ আন্তর্জাতিকে অভিষেক হওয়া বড় কৃতিত্ব।’


নটরাজনের এবারের অস্ট্রেলিয়া সফরে অভিষেক হওয়ার কথা ছিল না। তাঁকে নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকজন বোলার চোট পাওয়ায় একদিনের আন্তর্জাতিক ও টি-২০ আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিনি ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের অন্যান্য বোলাররা প্রচুর রান দিলেও, নটরাজন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নেন। তৃতীয় টি-২০ ম্যাচে তিনি একটি উইকেট নেন। ভারতীয় দল অবশ্য এই ম্যাচে হেরে যায়। সিরিজের ফল হয় ২-১।

ওয়ার্নারের পাশাপাশি নটরাজনের প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বলেছেন, ‘(মহম্মদ) শামি ও (জসপ্রীত) বুমরাহর অনুপস্থিতিতে নটরাজন চাপের মুখে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আন্তর্জাতিক স্তরে প্রথমবার খেলতে নেমেই ও নিজের পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে। ও জানে কী করবে। ও প্রচণ্ড পরিশ্রমও করে। তাছাড়া ও অত্যন্ত বিনয়ী। ওকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। আশা করি ও আরও ভাল পারফরম্যান্স দেখাবে। একজন ভালমানের বাঁ হাতি পেসার যে কোনও দলের জন্য সম্পদ। পরের বছরের বিশ্বকাপে ও ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠতে পারে।’

ট্যুইট করে নটরাজনের প্রশংসা করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। তিনি লিখেছেন, তাঁর কাছে এই সিরিজের সেরা খেলোয়াড় নটরাজন।