গাব্বা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। তাঁদের প্রতিপক্ষ ম্য়াক্সওয়েল বাহিনী। গাব্বায় আগামী সপ্তাহের ১৭ তারিখ প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে ২ দল। আইসিসির তরফে এই ম্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে রোহিত বাহিনী।


আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ''সুপার ১২-তে খেলা দেশগুলি ১৭ ও ১৯ অক্টোবর তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রিসবেন ও অ্যালান বর্ডার স্টেডিয়ামে হবে খেলা। প্রস্তুতি ম্যাচে দর্শক প্রবেশ করতে পারবেন না। তবে ব্রিসবেনে যে চারটি খেলা হবে সেগুলি টেলিভিশনে দেখানো হবে। কিন্তু সেগুলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের তকমা পাবে না।''


১৭ অক্টোবর মোট ৪টি প্রস্তুতি ম্যাচ হবে। সেগুলো হল ভারত বনাম অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড বনাম পাকিস্তান ও আফগানিস্তান বনাম বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর হবে তিনটি প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তান বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম নিউজিল্যান্ড।

 

১৬ সেপ্টেম্বর দল ঘোষণা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর ভারতীয় দল ঘোষণা হতে পারে। এশিয়া কাপে বিশ্রামে ছিলেন যশপ্রীত বুমরা ও হর্ষল পটেল। ২ জনেই চোট পেয়েছিলেন তার আগে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সেরেছিলেন ২ জনে। কিন্তু এখনও পর্যন্ত ২ জন আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে নিশ্চিত নয় বোর্ড। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পেস বিভাগে বুমরার না থাকা মানে বিশাল বড়় ধাক্কা ভারতীয় শিবিরে। এশিয়া কাপে যা হাড়ে হাড়ে টের পেয়েছে দল। বোর্ডের তরফে মনে করা হচ্ছে যে বিশ্বকাপের যেহেতু এখনও এক মাস বাকি, তাই এই সময়ের মধ্যে আরও সুস্থ হয়ে উঠতে পারবেন বুমরা, হর্ষল। তাছাড়া কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন যে এই ২ জন যদি নিজেদের ফিটনেস টেস্টে পাশ করে যান, তবে সরাসরি দলে ঢুকে পড়বেন।

 

এদিকে, রবীন্দ্র জাডেজার ওপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট দল। হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। পর অস্ত্রোপচারও করিয়েছিলেন। কিন্তু যা পরিস্থিতি তাতে জাডেজা হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন। কিন্তু এই পরিস্থিতিতে জাডেজার চোট পাওয়ার কারণে বেজায় চটেছে বোর্ড।