আজব ঘটনা: ১০ রানে অলআউট একটি দল, খাতা খুলতে ব্যর্থ ১০ ব্যাটসম্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2019 03:24 PM (IST)
সিডনি: ক্রিকেট মাঠে একটি অদ্ভূত ঘটনা ঘটল। প্রথমে ব্যাট করতে নেমে একটি দলের ১০ ব্যাটসম্যান খাতাই খুলতে পারলেন না। দক্ষিণ অস্ট্রেলিয়ায় মহিলাদের ঘরোয়া চ্যাম্পিয়নশিপের একটি খেলায় এই ঘটনা ঘটেছে। প্রথমে ব্যাট করতে নেমে একটি দল মাত্র ১০ রানে অলআউট হয়ে যায়। এই ১০ রানের মধ্যে ছয় রানই এসেছে অতিরিক্ত থেকে। ছয়টি ওয়াইড বল হয়েছে এবং এক ব্যাটসম্যান চার রান করেছেন। নিউ সাউথ ওয়েলসের দলের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই আজব ঘটনা সাউথ অস্ট্রেলিয়া। তারা ১০ রানে আউট হয়ে যায়। তাদের ফেবি ম্যানসওয়েল ৩৩ বল খেলে চার রান করেছেন। নিউ সাউথ ওয়েলসের বোলার রোক্সানে ভ্যান-ভিন মাত্র দুই ওভার হাত ঘুরিয়ে মাত্র ১ রান দিয়ে পাঁচটি উইকেট দখল করেন। এছাড়াও নাওমি উডস দুটি উইকেট পেয়েছেন। মজার ব্যাপার হল, তিনি মাত্র দুটি বলই করেন। জয়ের জন্য ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপাকে পড়ে নিউ সাউথ ওয়েলসও। দুই উইকেট পড়ে যায় তাদের। শেষপর্যন্ত ২.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছয় তারা।