মেলবোর্ন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শুরুর দিকেই ছিটকে গিয়ে শুরুটা হতাশাজনকভাবেই করেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তবে মিক্সড ডাবলসে ভারতীয় তারকার সামনে স্ল্যাম জয়ের হাতছানি ডেসারে ক্রাকচিক ও নীল স্কুপস্কিকে হারিয়ে সানিয়া ও রোহন বোপান্না (Rohan Bopanna) পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) মিক্সড ডাবলসের ফাইনালে।


হাডাহাড্ডি লড়াই


হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৬ (৫) সেট জিতে নেন সানিয়ারা। এরপর দ্বিতীয় সেটেও টুর্নামেন্টের তৃতীয় বাছাই দলের বিরুদ্ধে সিংহভাগ সময় ম্যাচে এগিয়েই ছিল ভারতীয় জুটি। এমনকী ম্যাচ পয়েন্টও পেয়ে যান সানিয়ারা। তবে পিছিয়ে পড়েও ক্রাকচিক, স্কুপস্কির আমেরিকান-ব্রিটিশ জুটি লড়াই ছাড়েননি। ৭-৬ (৫) স্কোরেই দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন আমেরিকান-ব্রিট জুটি। ম্য়াচ গড়ায় সুপার টাই ব্রেকারে গড়ায়। সেই সুপার টাই ব্রেকারেও কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই চলে। শেষমেশ ১০-৬ সুপার টাই ব্রেকার জিতে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন সানিয়া-বোপান্না।


 






শুরু থেকে শেষ


সানিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে। সেই স্ল্যামের ফাইনালে পৌঁছে শেষটা স্বপ্নের মতো করার হাতছানি রয়েছে সানিয়ার সামনে। ম্যাচ শেষে ভারতীয় টেনিস তারকা স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েন। সানিয়া বলেন, 'আমার যখন ১৪ বছর বয়স ছিল, তখন রোহন বোপান্না সঙ্গেই জুটি বেঁধে আমি প্রথমবার মিক্সড ডাবলস খেলতে নামি। বর্তমানে আমার বয়স ৩৬ ও রোহন ৪২। এটাই আমার শেষ স্ল্যাম। তাই স্বাভাবিকভাবেই আমি একটু আবেগে ভেসে গিয়েছিলাম। ম্যাচে চাপ তো ছিলই। তবে শেষমেশ আমরা ম্যাচটা জিততে পেরেছি।'


শনিবার, ২৮ জানুয়ারি মিক্সড ডাবলসের ফাইনালে কোর্টে নাম সানিয়ারা। সানিয়া নিজের সাত নম্বর গ্র্যান্ড স্ল্যামটি জিততে পারেন কি না, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েই সানিয়া ও রোহন বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পৌঁছেছিলেন। এবার তাঁরা দারুণ লড়াইয়ের পর পৌঁছলেন ফাইনালে।


আরও পড়ুন: ব্যাটারদের দাপটের মাঝেও কোন পরিকল্পনায় এল সাফল্য? জানালেন ম্যাচ সেরা শার্দুল