মেলবোর্ন: সানিয়া মির্জা (Sania Mirza) ও রোহন বোপান্না (Rohan Bopanna), দুই ভারতীয় তারকাই চলতি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) নিজেদের ডাবলস ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে সেই হতাশা পিছনে ফেলে মিক্সড ডাবলসে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছে গেলেন সানিয়া, রোহন। স্ট্রেট সেটে ভারতীয় তারকা জুটি মাকোটো নিনোমিয়া ও এরিয়েল বেহারের জুটিকে পরাজিত করেন।


শেষ ভারতীয় প্রতিনিধি


ম্যাচের তৃতীয় গেমেই ভারতীয় জুটি প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন। তবে নিনোমিয়ারা সঙ্গে সঙ্গেই ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে স্কোর ৩-৩ করে ফেলেন। ম্যাচ সমতায় ফেরার পর ভারতীয় জুটি দুরন্ত টেনিস খেলে ৬-৪ স্কোরে প্রথম সেটে জিতে নেয়। দ্বিতীয় সেটে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৬-৬ স্কোরলাইনে দ্বিতীয় সেট পৌঁছনোর পর টাই ব্রেকারেও শেষ পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে ১১-৯ স্কোরলাইনে টাই ব্রেকার জিতে নেন সানিয়া-রোহন। প্রসঙ্গত, বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম থেকে সানিয়ারা বাদে ইতিমধ্যেই বাকি ভারতীয় টেনিস তারকার ছিটকে গিয়েছেন।


রেকর্ডে গড়ার হাতছানি


অপরদিকে, নোভাক জকোভিচও (Novak Djokovic) কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে স্ট্রেট সেটে তিনি ঘরের ছেলে অ্যালেক্স ডি মিনাউরকে পরাজিত করেন। বিগত দুই রাউন্ডে পেশির চোট জকোভিচকে বেশ সমস্যায় ফেলেছিল। উপরন্তু, রড লেভার এরিনায় সমর্থকরাও ডি মিনাউরের হয়েই গলা ফাটাচ্ছিলেন। তবে কোর্টে নিজের খেলায় সবাইকে চুপ করিয়ে দিতে সক্ষম হন সার্বিয়ান তারকা। ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকেন সমর্থকরা। তবে মিনাউরের সার্ভিস ব্রেক করার পর জকোভিচকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৬-২ প্রথম সেট জিতে নেন তিনি। 


প্রথম সেট জয়ের পরে দ্বিতীয় এবং তৃতীয় সেটেও জকোভিচ নিজের দাপট অব্যাহত রাখান। দ্বিতীয় ও তৃতীয় সেট যথাক্রমে ৬-১ এবং ৬-২ স্কোরলাইনে জিতে গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছে যান টুর্নামেন্টের চতুর্থ বাছাই। এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৫ ম্যাচ জিতলেন জকোভিচ। আর এক ম্যাচ জিতলেই তিনি আন্দ্রে আগাসির সর্বকালীন রেকর্ডে ভাগ বসাবেন। পুরুষদের সিঙ্গেলসে আগাসিই অস্ট্রেলিয়ান ওপেনে সর্বাধিক টানা ২৬টি ম্যাচ জিতেছেন। জকোভিচের সামনে সেই রেকর্ডে ভাগ বসানোর হাতছানি। তিনি কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই আন্দ্রেই রুবলভের মুখোমুখি হবেন। 


আরও পড়ুন: প্রত্যাবর্তন ম্যাচেই সৌরাষ্ট্রের অধিনায়ক রবীন্দ্র জাডেজা