রিয়াধ: সদ্যই লিওনেল মেসির প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে সৌদি আরবে নিজের অভিষেক ম্যাচ খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই ম্যাচে দুই গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন পর্তুগিজ মহাতারকা। তবে পিএসজির বিরুদ্ধে ম্যাচটি ছিল প্রদর্শনী ম্যাচ। নতুন ক্লাব আল নাসরের (Al Nassr) হয়ে অভিষেক ঘটানো বাকি ছিল। অবশেষে আল নাসরের হয়ে আল ইত্তিফাখের বিরুদ্ধে ম্যাচে বহু প্রত্যাশিত অভিষেক ঘটালেন রোনাল্ডো। নিজের অভিষেক ম্যাচেই দলের অধিনায়কত্ব করলেন রোনাল্ডো।


রোনাল্ডোর অভিষেক


পিএসজির বিরুদ্ধে অল স্টার ম্যাচে প্রথমার্ধে দুই গোল পেলেও, কিন্তু এদিন বল জালে জড়াতে ব্যর্থ হন রোনাল্ডো। অবশ্য মহাতারকার উপস্থিতি গোটা গ্যালারিকে ম্যাচের ৯০ মিনিট মাতিয়ে রাখল। রোনাল্ডো গোল না পেলে, তাঁর দল কিন্তু ম্যাচ জিতল। আব্দুলমাজেদের এক ক্রস থেকে গোল করতে রোনাল্ডো প্রাণপন চেষ্টা করেন। তবে সেই ক্রস রোনাল্ডোর মাথার অনেকটা উপর দিয়েই চলে যায়। রোনাল্ডো বলের নাগাল না পেলেও, ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা সেই বল পেয়ে গোল করতে ভুল করেননি। তালিস্কার একমাত্র গোলেই জয় পেল আল নাসর। 


এই ম্যাচে জয়ের সুবাদে সৌদি আরবের লিগে শীর্ষে পৌঁছে গেল রোনাল্ডোর দল। গত বারের চ্যাম্পিয়ন আল হিলালের থেকে তারা লিগ শীর্ষে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। লিগে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলা হয়েছে। প্রসঙ্গত, রোনাল্ডোকে ইংল্যান্ডের এফএ দুই ম্যাচের জন্য নির্বাসিত করায় এর আগে আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি রোনাল্ডো


শুভমনের নতুন নাম


হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে তাঁর ডাবল সেঞ্চুরি এখনও লোকের মুখে মুখে ফিরছে। রায়পুরে দ্বিতীয় ম্যাচেও অপরাজিত থেকে ম্য়াচ শেষ করে এসেছেন তিনি। তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কিংবদন্তি সুনীল গাওস্করও (Sunil Gavaskar)। তিনি, শুভমন গিল (Shubman Gill)। যাঁর নতুন নামকরণ করলেন গাওস্কর। লিটল মাস্টার বলেছেন, 'আমি তোমার একটা নতুন নাম দিয়েছি। স্মুথম্যান গিল। আশা করছি তুমি এতে কিছু মনে করবে না।' যা শুনে শুভমন হাসিতে ফেটে পড়েছেন। বলেছেন, 'স্যর, আমি এতে কিছুই মনে করব না।'                                        


ভারত-নিউজিল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন গাওস্কর। রায়পুরে নিউজিল্য়ান্ডের অল্প রান তাড়া করতে নেমে যেরকম পরিণতিবোধ দেখিয়েছেন শুভমন, তার প্রশংসায় পঞ্চমুখ গাওস্কর। ধারাভাষ্য দেওয়ার সময়ও তিনি কয়েকবার শুভমনকে 'স্মুথম্যান' বলেন। এতই মসৃণভাবে ব্যাটিং করছেন ছন্দে থাকা তরুণ।


আরও পড়ুন: বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে আজই মুম্বই যাচ্ছেন সৌরভ