মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে সার্বিয়ান টেনিস তারকার। কােয়ার্টার ফাইনালের লড়াইয়ে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে নিজের কেরিয়ারের ১১ তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন নোভাক (Novak Djokovic)। একই সঙ্গে এই নিয়ে মেলবাের্ন পার্কে টানা ৩৩ ম্যাচ জয়ের নজির গড়লেন জকোভিচ। যা যে কোনও টেনিস প্লেয়ারের সর্বাধিক টানা ম্যাচ জয় অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে। ছুঁয়ে ফেললেন মনিকা সেলেসকে। ৩৬ বছরের নোভাক জয় ছিনিয়ে নিলেন ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২, ৬-৩ ব্যবধানে।টুর্নামেন্টের সেমিফাইনালে ইতালির জ্যানিক সিনার অথবা রাশিয়ার আন্দ্রে রুবলেভের মধ্যে কোনও একজনের বিরুদ্ধে খেলতে নামবেন নোভাক। এদিন প্রথম সেটটি ৭-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন। ৮৪ মিনিটের প্রথম সেট খেলা হয় ২ প্রতিপক্ষের মধ্য়ে। 


 






এর আগে প্রি কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের ২০ তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ার টেনিস তারা। রড লেভার এরেনার ফরাসি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জোকার। মানারিনোকে হারালেন ৬-০, ৬-০, ৬-৩ স্ট্রেট সেটে। অস্ট্রেলিয়া ওপেনে (Australia Open) দশবারের চ্যাম্পিয়ন জকোভিচের সামনে এবার মেলবোর্ন পার্কে একাদশ খেতাব জয়ের সুযোগ। 


 রড লেভার এরেনার ফরাসি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জোকার। মানারিনোকে হারিয়েছিলেন ৬-০, ৬-০, ৬-৩ স্ট্রেট সেটে। অস্ট্রেলিয়া ওপেনে (Australia Open) দশবারের চ্যাম্পিয়ন জকোভিচের সামনে এবার মেলবোর্ন পার্কে (Melbourne Park) একাদশ খেতাব জয়ের সুযোগ। 


ম্যাচে এক সময় মনে হয়েছিল কোনও গেম না হারিয়ে জিতবেন জকোভিচ (Djoker)। যা নিয়ে ম্যাচের শেষে মজা করে জোকার বলেছিলেন, 'তৃতীয় সেটের সময় মনে হচ্ছিল আমি বেশ একটা গেম হেরে যাই। স্টেডিয়ামে সকলের মধ্যে ভীষণ উদ্বেগ তৈরি হচ্ছিল। আমি অবশ্য নতুন করে মনোনিবেশ করে ম্যাচটা শেষ করি।'    রবিবার একটি রেকর্ডও গড়ে ফেললেন জকোভিচ। তিনি বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ৫৮ বার গ্র্য়ান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। স্পর্শ করেছিলেন রজার ফেডেরারের রেকর্ড। স্যুইৎজারল্যান্ডের কিংবদন্তিও গ্র্যান্ড স্ল্যামে ৫৮ বার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।