অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা। শেষমেশ পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেল। এবার সরু লাইন করে রামমন্দিরে (Ram Mandir) প্রবেশ করানো শুরু করল পুলিশ। ধাপে ধাপে মন্দিরের দিকে যেতে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের।
রামমন্দিরে প্রবেশ শুরু: গতকাল রামলালার (Ramlala) প্রাণপ্রতিষ্ঠার পর এদিন ভোররাত থেকেই ভিড় অযোধ্যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে অযোধ্যার প্রায় সব রাস্তাই অবরুদ্ধ হয়ে যায়। কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচলও। একটামাত্র দড়ি নিয়ে মন্দির চত্বরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে শুরু করে পুলিশ। শুরু হয় ভিড় নিয়ন্ত্রণ। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের গেট। পদপিষ্ট হওয়ার পর পরিস্থিতি আটকাতে দর্শনার্থীদের বসে পড়ার আবেদন জানায় পুলিশ। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের খোলা হয় মন্দিরের দরজা। সরু লাইন করে ধীরে ধীরে দর্শনার্থীদের মন্দিরে ঢোকানো শুরু করে পুলিশ। নামানো হয়েছে আধা সেনা ও কমব্যাট ফোর্স। মন্দিরের মূল দরজার সামনে মোতায়েন করা হয়েছে অ্যান্টি টেররিস্ট ভেহিকল।
রাম মন্দিরের গেটের সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আজ থেকে ফের অযোধ্যায় ট্রেন চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসছেন রামলালার দর্শনে। রাত ৩টে থেকে মন্দিরের গেটে ভিড়। সকালে গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করেন দর্শনার্থীরা। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ঘটনায় ভিড় সামলানোর পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন।
গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে রাম মন্দিরের দিকে যেতে শুরু করেন দর্শনার্থীরা। নতুন রামলালার দর্শন পেতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে রামলালার দর্শন। ভিড় রয়েছে সরযূ-পাড়েও। পুণ্যার্জনের জন্য কনকনে ঠান্ডার মধ্যেই চলছে স্নান। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠেছে সীতার জন্মস্থান নেপালের জনকপুরও। প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়েছে রাম-সীতার মন্দির।
রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North 24 Parganas: দেগঙ্গায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে খুনের অভিযোগ, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ