লন্ডন: কাউন্টি ক্রিকেটে দাপট ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেলের। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২ তে অভিষের ম্যাচেই চোখধাঁধানো অলরাউন্ড পারফরম্যান্স অক্ষরের।
ডারহামের হয়ে গ্ল্যামারগনের বিরুদ্ধে ম্যাচে অক্ষর ৯৯ বলে ৯৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার ও ২ টি ছক্কায়।
বল হাতেও দাপট দেখান অক্ষর। দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট দখল করেন তিনি। মূলত তাঁর ব্যাটিং ও বোলিংয়ের দৌলতে ডারহাম এক ইনিংস ও ৩০ রানে হারিয়ে দেয় গ্ল্যামারগনকে।
গ্ল্যামারগন প্রথম ইনিংসে ৪৯.১ ওভারে ১৫৪ রান করে। জবাবে প্রথম ইনিংসে ডারহাম ২৯৫ রান করে ১৪১ রানে এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও গ্ল্যামারগনের ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকে। মাত্র ৫৪ রানে তাদের পাঁচ উইকেট পড়ে যায়। শেষপর্যন্ত ১১১ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়।