ICC Player of Month: আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ, বাবরের মুকুটে আরও নতুন পালক

ICC Player of Month: গত মাসে করাচিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর ওই ইনিংসই সেই ম্যাচে অজিদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিল।

Continues below advertisement

করাচি: গত মাসের আইসিসির সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাবর আজম। গত মাসে করাচিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর ওই ইনিংসই সেই ম্যাচে অজিদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিল। কিন্তু এই অ্যাওয়ার্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম পুরুষ ক্রিকেট প্লেয়ার হিসেবে এক অনন্য নজির গড়লেন বাবর। 

Continues below advertisement

পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন বাবর। উসমান খোয়াজা ও আবদুল্লাহ সাফিকের পর তৃতীয় স্থানে রয়েছেন বাবর। ৫ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছিলেন বাবর। দুটো অর্ধশতরান ও একটি শতরান করেছিলেন। করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন। এছাড়াও ফাইনাল টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন তরুণ এই ডানহাতি ব্য়াটার। ওয়ান ডে সিরিজেও ফর্মে ছিলেন বাবর। প্রথম ম্যাচে ৫৭ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জয় এনে দেওয়া ১১৪ রানের ইনিংস খেলেছেন বাবর। 

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে নজির

প্যাট কামিন্স ও ক্রেইগ ব্রেথওয়েটকে টপকে আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ হয়েছেন বাবর আজম। কিন্তু একই সঙ্গে টানা দ্বিতীয়বার আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ হওয়ার নজির গড়লেন পাক অধিনায়ক। এর আগে ২০২১ সালের এপ্রিলে এই অ্য়াওয়ার্ড জিতেছিলেন তিনি। 

মেয়েদের ক্রিকেটে মাসের সেরা কে?

মহিলা ক্রিকেটে মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাচেল হায়েন্স। তিনি ছাড়াও ইংল্যান্ডের সোফি একসেলস্টোন ও দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ডট পেয়েছিলেন মনোনয়ন। মহিলা বিশ্বকাপে ভাল পারফরম্য়ান্সের জন্যই হেইন্স মাসের সেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার সপ্তম বিশ্বকাপ জয়ের পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। গত মাসের বিশ্বকাপে ৮ ম্যাচে এই ব্যাটারের রান ৪২৯, গড় ছিল ৬১.৩৮ ও স্ট্রাইক রেট ৮৪.২৮। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৩০ রানের ইনিংসে খেলেন তিনি। পরে সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৮৫।

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola