কোমরের পেশিতে টান ধরায় খেলছেন না, ২০১০-এর পর এই প্রথম চেন্নাইয়ের নেতৃত্বে নেই ধোনি
Web Desk, ABP Ananda | 17 Apr 2019 08:44 PM (IST)
এই নিয়ে চতুর্থবার চেন্নাইয়ের হয়ে খেলতে পারলেন না ধোনি।
ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: কোমরের পেশিতে টান ধরায় আজ আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলছেন না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর বদলে চেন্নাইয়ের নেতৃত্বে সুরেশ রায়না। ২০১০-এর পর এই প্রথম চেন্নাইয়ের নেতৃত্বে নেই ধোনি। টস করার সময় রায়না জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি নিজেই বিশ্রাম নিতে চাইছিলেন। পরের ম্যাচেই খেলবেন ধোনি। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান ধোনি। আজ ম্যাচের আগে তিনি ফুটবল খেলে ওয়ার্ম-আপ করছিলেন। তবে শেষপর্যন্ত খেলতে নামেননি। এই নিয়ে চতুর্থবার চেন্নাইয়ের হয়ে খেলতে পারলেন না ধোনি।