নয়াদিল্লি: বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia), বিনেশ ফোগত (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও সত্যব্রত কাদিয়ান। ফের বিতর্কে ভারতের তারকা কুস্তিগীররা। চার পালোয়ান দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হলেন। সর্বভারতীয় কুস্তি সংস্থার আমন্ত্রণকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁরা।


সর্বভারতীয় কুস্তি সংস্থা সম্প্রতি চার পালোয়ানকে এশিয়ান অলিম্পক কোয়ালিফায়ার্স ও বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ার্সের ট্রায়ালে যোগ দেওয়ার কথা বলেছিল। তার বিরুদ্ধেই আদালতে গিয়েছেন তারকা পালোয়ানরা। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) আগামী সপ্তাহে তাঁদের মামলার শুনানি করতে পারে।




কয়েকদিন আগেই সর্বভারতীয় কুস্তি সংস্থার তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছিল 'বিদ্রোহী' চার কুস্তিগীরকে। যাঁদের মধ্যে ছিলেন বজরঙ্গ পুনিয়া, বিনেশ ফোগত ও সাক্ষী মালিক। আসন্ন দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য জাতীয় ট্রায়ালের আয়োজন করা হয়েছে। সেখানেই অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় তাঁদের। সেই আমন্ত্রণ এবার প্রত্যাখ্যান করেছেন বজরঙ্গ পুনিয়ারা। তাঁরা এখানেই থেমে থাকেননি। সর্বভারতীয় কুস্তি সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার তাঁরা আদালতের দ্বারস্থও হয়েছেন‌।



দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরঙ্গ পুনিয়া। যুগ্মভাবে তিনি একটি পিটিশন দাখিল করেছেন। এই জাতীয় ট্রায়ালের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন তিনি। উল্লেখ্য, আগামী ১০ ও ১১ মার্চ জাতীয় ট্রায়াল হওয়ার কথা রয়েছে। যার মধ্যে দিয়ে আসন্ন প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারেরও যোগ্যতা নির্ধারণ করার কথা রয়েছে।


আগামী মাসে কিরঘিজস্তানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসের কোয়ালিফায়ার আয়োজিত হবে। এই দুটি টু্র্নামেন্টের ভারতীয় দল বাছাইয়ের জন্য অনুষ্ঠিত হবে জাতীয় ট্রায়াল। আর সেই ট্রায়ালের বিরুদ্ধেই কোর্টে গিয়েছেন বজরঙ্গরা।


কিন্তু কেন আদালতের দ্বারস্থ হয়েছেন বজরঙ্গরা? এই মুহূর্তে রাশিয়াতে রয়েছেন বজরঙ্গ। শোনা গেল, সর্বভারতীয় কুস্তি সংস্থার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন পালোয়ানেরা। সংবাদসংস্থা পিটিআইকে বজরঙ্গ বলেছেন, 'আমি আমার অনুশীলনের পিছনে ৩০ লক্ষ টাকা খরচ করছি। যদি ট্রায়াল দিতে ইচ্ছুক নাই থাকতাম, তাহলে আমি আমার অনুশীলনের পিছনে এত টাকা খরচ করতাম কি?' এরপরই বজরঙ্গ তোপ দেগেছেন, 'আমি জানি না নিষিদ্ধ সর্বভারতীয় কুস্তি সংস্থা কী করে ট্রায়ালের আয়োজন করতে পারে? আমি জানি না কেন সরকার এ নিয়ে চুপ রয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সর্বভারতীয় কুস্তি সংস্থাকে। অথচ সেই সংস্থা কিভাবে জাতীয় ট্রায়াল আয়োজন করতে অনুমতি পাচ্ছে?'


আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে