জোহানেসবার্গ: মাত্র কয়েকটা দিন আগেও বর্তমান ক্রিকেট দুনিয়ার অন্যতম মহানায়ক ছিলেন তিনি। কিন্তু কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতি অধ্যায় স্টিভ স্মিথকে টেনে নামিয়েছে সেই সিংহাসন থেকে। আর তারই প্রতিফলন দেখা গেল বুধবার জোহানেসবার্গ বিমানবন্দরে। তাঁকে দেখে 'ছিছিক্কার' ও ''প্রতারক' ধ্বনি শোনা গেল বিমানবন্দরে। পুলিশ ও সংবাদমাধ্যমের লোকজন পরিবেষ্টিত অবস্থায় বিমানবন্দরে আসেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাঁকে অবিলম্বে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার দেশে ফিরে সন্ধেয় সাংবাদিক বৈঠকেও অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে তাঁকে।



কেপটাউন টেস্টে অসি দলের ওপেনার ক্যামরন ব্যানক্রফ্টকে হলুদ রঙের সিরিষ কাগজের মতো একটি জিনিস দিয়ে বল ঘষতে দেখা গিয়েছে। ওই দিনের খেলার শেষে অধিনায়ক স্টিভ স্মিথ ও ব্যানক্রফ্ট বল বিকৃতির অভিযোগ স্বীকার করে নেন। সমগ্র ক্রিকেট বিশ্ব এই ঘটনা স্তম্ভিত হয়ে যায়। টেস্টের মাঝেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান স্মিথ। ডেভিড ওয়ার্নারও সহ অধিনায়ক পদ থেকে সরে যান। আইসিসি স্মিথকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করে।
ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন স্মিথ, ওযার্নার এবং ব্যানক্রফ্ট। স্মিথ ও ওয়ার্নারের ১ বছর এবং ব্যানক্রফ্টের ৯ মাস নির্বাসনের সাজা ঘোষণা করেছে সিএ। ওয়ার্নারকা আর কখনওই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক পদের জন্য বিবেচনা করা হবে না। আর ১২ মাসের নির্বাসন পর্ব শেষ না হওয়া পর্যন্ত স্মিথ ও ব্যানক্রফ্টকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে না। সিএ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
কমিউনিটি ক্রিকেটে ওই তিন ক্রিকেটারকে স্বেচ্ছায় ১০০ ঘন্টা পরিষেবা দিতে হবে। আইপিএল থেকেও ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন স্মিথ ও ওয়ার্নার।