ইসলামাবাদ: মেয়েদের লেখাপড়ার পক্ষে মুখ খোলায় কপালে এসে বিঁধেছিল তালিবানের বুলেট। চিকিৎসার জন্য তাঁকে লন্ডন পাঠিয়ে দেয় পাকিস্তান সরকার, যমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে ওঠেন তিনি। সেদিনের ঘটনার ৬ বছর পর মালালা ইউসুফজাই আজ আন্তর্জাতিক সেলিব্রিটি। এতদিন পর আবার পাকিস্তানে পা রেখেছেন তিনি।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ২০ বছরের মালালা গতকাল ফিরেছেন পাকিস্তানে। সঙ্গে তাঁর বাবা মা। তবে এই সফর ঘিরে গোপনীয়তা বজায় রেখেছে সে দেশের সরকার, তাই তিনি কখন কোথায় যাচ্ছেন কিছু জানানো হয়নি। জানা গিয়েছে তাঁর সফর ৪ দিনের, পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকও করবেন।
পাক-আফগানিস্তান সীমান্তের সোয়াট উপত্যকার মেয়ে মালালা মেয়েদের শিক্ষার দাবিতে ছদ্মনামে ব্লগ লিখতেন। ২০১২-র ৯ অক্টোবর তাঁর স্কুল বাসে উঠে এক তালিবান জঙ্গি কপালে গুলি চালিয়ে দেয়। তাঁকে নিয়ে আসা হয় ইংল্যান্ডে, বার্মিংহামে চলে চিকিৎসা। সেখানেই স্কুলের পড়া শেষ করেছেন তিনি।
২০১৪-য় নোবেল জয়ী মালালা এখন পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও মালালা দেশে ফিরে আসায় খুশি অনেক পাক নাগরিক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে স্বাগত জানিয়েছেন তাঁরা। কিন্তু বহু কট্টরপন্থীর মতে, মালালা পশ্চিমী দালাল, দেশের লজ্জা। তাঁর এই পাকিস্তান সফর তাঁরা ভাল চোখে দেখছেন না।
প্রথমবার পাকিস্তান গেলেন মালালা, কপালে গুলি খাওয়ার ৬ বছর পর
ABP Ananda, Web Desk
Updated at:
29 Mar 2018 08:21 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -