যে কোণ থেকে বুমরাহ বল করেছিলেন, তাতে বলটা বেরিয়ে যাবে বলেই ভেবেছিলেন জেনিংস। বল ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ইনসুইং করে বল তাঁর প্যাচে লাগল। ওই সময় জেনিংসকে এতটাই অসহায় দেখিয়েছিল যে, ব্যাটটা নামাতেও পারলেন না।
অনেকেই মনে করছেন, ভারতীয় ফাস্ট বোলারের সেরা বল ওটাই। যদিও বুমরাহ তা মানতে নারাজ। তিনি বলেছেন, পরিকল্পনা খেটে গেলে খুবই ভালো লাগে। কিন্তু ওটা স্বপ্নের ডেলিভারি কিনা, তা বলতে পারছি না। কারণ, এটা আমার কাছে নতুন নয়। বাঁহাতিদের ক্ষেত্রে ইনসুইং ও ডানহাতিদের ক্ষেত্রে আউট সুইং ডেলিভারি আমি সাধারণত করে থাকি।
২০১৬-র টি ২০ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান ক্রিস গেইলকে যে ইনসুইঙ্গিং ইয়র্কারে আউট করেছিলেন, সেই বলকেই এখনও পর্যন্ত সেরা মনে করছেন বুমরাহ।
ভারতীয় বোলার বলেছেন, ওয়ার্ল্ড টি ২০ সেমিফাইনালে এই রকম বলেই গেইলকে আউট করেছিলাম। এটা আমার কাছে নতুন কিছু ডেলিভারি নয়। হাতে অনেক কিছু বিকল্প থাকলে একটা দিনে সবগুলি ব্যবহার কেউ করতে চায় না। পরিস্থিতি অনুযায়ীই ব্যবহার করা হয়।