নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করল কংগ্রেস। তাঁর একটি পুরনো ভিডিও প্রকাশ করেছে তারা। তাতে দেখা যাচ্ছে, গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী বলছেন, যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, তাতে দিল্লি সরকারের দেশ চালানোর অক্ষমতা স্পষ্ট। মানুষের মধ্যে ক্রোধ বাড়ছে। আমি আশা করব, প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখবেন ও বর্ধিত দাম প্রত্যাহার করবেন।


যখন এই ভিডিও তোলা হয়, তখন দেশের শাসন ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ ও মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী। এখন পাশা উল্টেছে, মোদী হয়েছেন প্রধানমন্ত্রী, কংগ্রেস বিরোধী শিবিরে। এবার সে সময়কার ভিডিও প্রকাশ করে এই জমানায় পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেস তীব্র আক্রমণ শানিয়েছে।




গতকালের তুলনায় ২১ পয়সা বেড়ে আজ শহরে লিটারপ্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮১ টাকা ৪৪ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় ২৮ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ৭৩ টাকা ৬ পয়সা। চলতি বছরে এটাই জ্বালানির সর্বোচ্চ দাম। দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু দাঁড়িয়েছে ৭৮ টাকা ৫২ পয়সা ও ডিজেলের দাম ৭০ টাকা ২১ পয়সা।