Ban vs NZ: ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে  পাঁচ দিনের ক্রিকেটে প্রথম জয় বাংলাদেশের। বে ওভালে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নজির গড়ল বাংলাদেশ। এই টেস্টে জয়ের জন্য বাংলাদেশের কাছে মাত্র ৪০ রানের লক্ষ্য রাখতে পারে নিউজিল্যান্ড। মোমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক মোমিনুল হক ১৩ ও মুশফিকর রহমান ৫ রানে অপরাজিত থাকেন। টেস্ট তো বটেই, যে কোনও ফর্ম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম জয় পেল বাংলাদেশ। এছাড়াও এই প্রথম বাংলাদেশ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারল। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ (WTC 2023)-এ ১২ পয়েন্ট অর্জন করল। বাংলাদেশ আপাতত দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল। 


এই টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ রান করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৫৮ রান করে। ফলে তাঁরা নিউজিল্যান্ডের থেকে ১৩০ রানে এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ১৬৯ রানে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায়। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য হয় ৪০ রান। দুই উইকেট হারিয়ে ওই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ের অন্যতম নায়ক ইবাদত হোসেন। তিনি নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন। বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও একটি ম্যাচেও জয় পায়নি। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনও টেস্ট ম্যাচ জয়ের কাছাকাছিও পৌঁছয়নি। শুধু তাই নয় ২০১৭-তে ৮ উইকেটে ৫৯৫ রানের পাহাড় গড়ার পরও হেরে গিয়েছিল। 


SENA দেশগুলির বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়


এই ম্যাচের আগে বাংলাদেশ SENA দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া)-র মাঠে এই প্রথম কোনও টেস্ট ম্যাচে জিতল। এই দেশগুলিতে বাংলাদেশকে এর আগে দুর্দান্ত টক্কর দিতে দেখা গিয়েছিল। কিন্তু কোনও ম্যাচ জিততে পারেনি। অবশেষে হাতে এল সেই সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে জিতল বাংলাদেশ।