দুবাই: দুই দলের কাছেই মরণ-বাঁচন পরিস্থিতি। প্রথম ম্যাচে দুই দলই আফগানিস্তানের কাছে হেরেছে। এশিয়া কাপের সুপার ফোরে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মহম্মদ নবির আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে যারা জিতবে, তারাই দ্বিতীয় দল হিসাবে পৌঁছে যাবে সুপার ফোরে। পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
আর সেই পরিস্থিতিতে প্রথমে ব্যাট করে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রান তুলল বাংলাদেশ (Bangladesh vs SL)। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলল ১৮৩/৭। ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে তুলতে হবে ১৮৪ রান। যা না পারলে কোনও ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে দাসুন শানাকাদের (Dasun Sanaka)।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুরুতেই ঝড় তোলেন মেহেদি হাসান মিরাজ। তবে তৃতীয় ওভারে সাব্বির রহমানকে (৫ রান) হারায় বাংলাদেশ। এরপর ২২ বলে ২৪ রান করেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ২৬ বলে ৩৮ রান করে আউট হন মিরাজ। শেষ দিকে চালিয়ে খেলে রান করেন আফিফ হোসেন (২২ বলে ৩৯ রান), মাহমুদুল্লাহ (২২ বলে ২৭ রান) ও মোসাদ্দেক হোসেন (৯ বলে ২৪ রানে অপরাজিত)। বাংলাদেশ শেষ ৫ ওভারে তোলে ৬০ রান।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির