কলকাতা: দুর্ধর্ষ পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ ব্যাটসম্যানদের। রবীবাসরীয় ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮২ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর ১৩১ রানের জবাবে মাত্র ৪৯ রানেই গুটিয়ে গেল আরসিবি।
কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখীর ঝড় যখন তাণ্ডব চালাচ্ছিল, তখন কেউ কল্পনা করতে পারেননি, প্রকৃতির ঝড় থামলে ইডেন গার্ডেন্সে আরেকটি ঝড় উঠবে। সেই ঝড় উঠল আর তাতে লণ্ডভণ্ড হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আইপিএল-এ ব্যাটসম্যানদের তাণ্ডব অনেক দেখা গিয়েছে। কিন্তু, পেস আক্রমণের এমন তাণ্ডব কবে শেষবার দেখা গিয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পরিসংখ্যানবিদদের প্রয়োজন হতেই পারে।
এর আগে, এদিন ঝড়-বৃষ্টির ফলে ইডেন গার্ডেন্সে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়। টসে জিতে কলকাতাকে প্রথম ব্যাট করতে পাঠান আরসিবি আধিনায়ক বিরাট কোহলি।
কিন্তু, মিডল অর্ডারে ব্যাটিং ধসের ফলে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১৩১ রান তুলল কলকাতা নাইট রাইডার্স।
শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার অধিনায়ক গৌতম গম্ভীর ও সুনীল নারাইন। সাড়ে তিন ওভারের মধ্যেই এই জুটি প্রথম উইকেটে ৪৮ রান তুলে দেয়।
ব্যক্তিগত ১৪ রানের মাথায় (১১ বল) আউট হন গম্ভীর। অন্যপ্রান্তে, এদিনও সাবলীল ছিলেন নরাইন। ১৭ বলে ৩৪ রান করেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। তার ইনিংস সাজানো ছিল ৬টি চার ও একটি ছক্কায়।
ছবি সৌজন্য : বিসিসিআই-আইপিএল
কিন্তু নারাইন আউট হতেই নাইট ব্যাটিং লাইন-আপে ধস নামে। নারিন বাদে আর কোনও নাইট ব্যাটসম্যান ২০ পেরোতে পারেননি। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে কেকেআর-এর ব্যাটিং বিপর্যয়ের গোটা চিত্র।
এদিন শুরু করেও বড় রান করতে পারেননি রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব ও ক্রিস ওকস। নিজেদের ২০ ওভারের পুরোটাও ব্যাট করতে পারেনি গম্ভীর-বাহিনী। মাত্র ১৯.৩ ওভারেই ১৩১ রানে শেষ হয়ে যায় নাইটদের ইনিংস।
অন্যদিকে, আরসিবি-র বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন যযুবেন্দ্র চাহাল। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। ২টি করে উইকেট সংগ্রহ করেন টাইমাল মিলস ও পবন নেগি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। প্রথম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক কোহলি। ঠিক পরের ওভারেই আউট হন মনদীপ সিংহ। বেশিক্ষণ টেকেননি এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, কেদার যাদব, স্টুয়ার্ট বিনিরা।
কুল্টার নাইল, ক্রিস ওকস ও উমেশ যাদবদের পেস আক্রমণের সামনে এদিন কোনও জবাব ছিল না আরসিবি ব্যাটসম্যানদের। এদিন ব্যাঙ্গালোরের কোনও ব্যাটসম্যান দুঅঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।
মাত্র ৯.৪ ওভারে ৪৯ রানে শেষ হয়ে যায় কোহলি-বাহিনীর লড়াই। এদিন বহু রেকর্ড ভাঙা হয়েছে, নতুন রেকর্ড গড়া হল। মূলত, এই নিয়ে দুবার হল যে আইপিএল-এর ইতিহাসে দুটি দলই অলআউট হল। পাশাপাশি, আইপিএল-এর ইতিহাসে এটিই যে কোনও দলের পক্ষে সর্বনিম্ন স্কোর।
এদিন অল পেস আক্রমণ দিয়েই বাজিমাত করেন নাইট অধিনায়ক। ৩টি করে উইকেট দখল করেন কুল্টার নাইল, ক্রিস ওকস ও গ্র্যান্ডহোম। একটি উইকেট দখল করেন উমেশ যাদব। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।