সেদিন আর কয়েক মূহূর্তের এদিকওদিক হয়ে গেলে তাঁরা কেউ হয়ত বেঁচে ফিরতেন না বলে পরে প্রতিক্রিয়া দেন দলের ম্যানেজার খালেদ মাসুদ।
বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ২৫টি একদিনের ম্যাচ, ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ ব্রেক বোলার মেহদি।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ড সফরের মধ্যেই ভয়াবহ পরিণতির হাত থেকে কোনওক্রমে রক্ষা পান বাংলাদেশি ক্রিকেটার, কোচিং স্টাফরা। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকবাজের গুলিবৃষ্টির সময় ঘটনাস্থলের ৫০ গজের মধ্যে ছিলেন তাঁদের কয়েকজন। কার্যত প্রাণের হাতের মুঠোয় নিয়ে হোটেলে ফেরেন তাঁরা। নিউজিল্যান্ডের ইতিহাসের নজিরবিহীন নৃশংসতার বলি হন ৫০ জন, যাঁদের মধ্যে ছিলেন ৫ বাংলাদেশি।
বিয়ে করতে যাচ্ছেন পেস বোলার মুস্তাফিজুর রহমানও। শুক্রবারই তাঁর বিয়ে হওয়ার কথা। পাত্রী সামিয়া পারভিন সিমু। ক্রিকেটারের ভাই মাহফুজুর বলেছেন, বিয়ের উপযুক্ত সময় খুঁজছিলাম আমরা। আশা করি, বিয়েটা ওর মন থেকে ভয়াবহ স্মৃতির বোঝা হাল্কা করতে সাহায্য করবে। তাহলে আমরা সত্যিই খুশি হব।