দুবাই: টি-টেন লিগে নয়া নজির ব্রিটিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের। ৮টি বাউন্ডারি আর ১১টি ওভার বাউন্ডারির সুবাদে মাত্র ২৫ বলেই শতরান হাসিল করে নিলেন সারের বছর কুড়ির ক্রিকেটার উইল জ্যাকস। দুবাইতে দশ ওভারের ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে এই বিশ্ব নজির গড়েছেন তিনি।
এদিন দুবাইতে একটি ম্যাচে উইল জ্যাকস ৩০ বল খেলে ১০৫ রান করেছেন। যার সুবাদে নির্ধারিত ১০ ওভারে ১৭৬ রান তুলে নেয় কাউন্টি দল সারে। জবাবে ব্যাট করতে নেমে ৮১ রানেই থামে ল্যাঙ্কাশায়ার। ওই ম্যাচে ৯৫ রানে জয় পায় সারে। ম্যাচ শেষে জ্যাকস জানান, ব্যাটিং করতে নেমে প্রথমে একেবারেই শতরানের কথা মাথায় আসেনি তাঁর। দুবাইয়ের ওই মাঠে ১২০ থেকে ১৩০ রান গড় স্কোর, সেই লক্ষ্যেই এগোচ্ছিলেন তিনি। মজার ছলে ব্যাটিং করতে করতেই মাইলস্টোনে পৌঁছে যান জ্যাকস। ২২ বলে ৯৮ রানে পৌঁছে যাবার পর প্রথম শতরানের কথা মাথায় আসে তাঁর। আর তারপরই আইপিএলে ক্রিস গেইলের ৩০ বলে শতরান করার রেকর্ড ভেঙে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রসঙ্গত, টি-টেনের ক্রিকেটে এটাই কোনও ব্যাটসম্যানের প্রথম শতরান ও সর্বোচ্চ স্কোর। এর আগে ডিসেম্বরে ৮৭ রানের একটি ইনিংস এসেছিল ইংল্যান্ড দলের ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। এতদিন পর্যন্ত সেটাই ছিল দশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। উইল জ্যাকসের অনবদ্য শতরানের দৌলতে সেই রেকর্ডও ভেঙে গেল।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছেন এবিডি। অতীতে এই রেকর্ড ছিল কিউই তারকা কোরি অ্যান্ডারসনের দখলে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেছিলেন এই বাঁ হাতি অলরাউন্ডার। আর তারও আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন পাক তারকা শাহিদ আফ্রিদি। ১৯৯৬ থেকে ২০১৪, দীর্ঘ ১৮ বছর ওই রেকর্ড অক্ষত ছিল।