চতুর্থ দিনেই ইনিংস ও ১০৬ রানে হার জিম্বাবোয়ের, ১৫ মাস পরে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2020 03:04 PM (IST)
পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
ছবি সৌজন্যে ট্যুইটার
ঢাকা: জিম্বাবোয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১৫ মাস পরে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। টানা ৬টি টেস্ট ম্যাচ হারার পর অবশেষে জয় পেল মোমিনুল হকের দল। ঘরের মাঠে ভাল পারফরম্যান্স দেখালেন মুশফিকুর রহিম, নইম হাসানরা। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর। তিনি টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন। এখনও পর্যন্ত ৭০টি টেস্ট ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৪,৪১৩ রান। শতরান সাতটি এবং অর্ধশতরান ২১টি। নইম প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। এই ম্যাচে খেলেননি জিম্বাবোয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তাঁর অভাব বোধ করল দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। সর্বোচ্চ ১০৭ রান করেন এই ম্যাচের অধিনায়ক ক্রেগ আরভিন। ৬৪ রান করেন ওপেনার প্রিন্স মাসভাউর। নইমের পাশাপাশি ভাল বোলিং করেন আবু জায়েদ (৪ উইকেট) ও তাইজুল ইসলাম (২ উইকেট)। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলাদেশ। মুশফিকুরের দ্বিশতরানের পাশাপাশি শতরান করেন অধিনায়ক মোমিনুল (১৩২)। অর্ধশতরান করেন নাজমুল হোসেন শান্ত (৭১) ও লিটন দাস (৫৩)। তারকা ওপেনার তামিম ইকবাল করেন ৪১ রান। আজ ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে গেল জিম্বাবোয়ে। কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান করেন আরভিন। এই ইনিংসে চার উইকেট নেন তাইজুল।