নয়াদিল্লি: ক্রমাগত বায়ুদূষণ বাড়ছে দিল্লিতে। যার জন্য এবার নিজেদের অনুশীলন বাতিল করে দিল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। ক্রমেই মুম্বই এবং দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। আইসিসি (ICC) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুরােধ মেনে আতশবাজির রোশনাইও বন্ধ রেখেছে দিল্লিতে। আগামী সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামবে টাইগাররা। যদিও বাংলাদেশ ইতিমধ্যেই টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বাংলাদেশের অনুশীলন বাতিলের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বায়ুদূষণ থেকে দলের ক্রিকেটাররা যাতে রক্ষা পান, তার জন্যই এই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


খালেদ মাহমুদ জানিয়েছেন, ''আমাদের আজ অনুশীলন ছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা ঝুঁকি নিইনি। অনুশীলনের জন্য আরও ২ দিন পাব। কারও কারও কাশি হয়েছে। ফলে ঝুঁকি তো রয়েইছে। আমরা কেউ অসুস্থ হতে চাই না। পরিস্থিতির উন্নতি ঘটবে কি না, সেটাও জানি না। তবে শনিবার অনুশীলন করব। ৬ নভেম্বরের ম্যাচের জন্য আমরা সব ক্রিকেটারকে ফিট চাই।''


শুক্রবার স্থানীয় সময় সন্ধে ৬-৯ পর্যন্ত শাকিব, মুশফিকদের অনুশীলনের জন্য সময় বরাদ্দ ছিল। গতকালই বায়ুদূষণের জন্য দিল্লিতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। স্কুল ও বিভিন্ন অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এদিকে, জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল দেশ (Earthquake)। দিল্লি-এনসিআরে (Delhi-NCR) বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেই অনুভূত হয়েছে মৃদু কম্পন। ভূকম্পন অনুভূত কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Nepal)। ১১.৩২ মিনিটে কম্পন অনুভূত হয় নেপালে। যারপর কয়েক মুহূর্তের মধ্যেই দিল্লি, বিহার, কলকাতা সহ একে একে বিভিন্ন জায়গাতে অনুভূত হতে শুরু করে কম্পন।


জানা যাচ্ছে, ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। নেপালে ভূমিকম্পের উৎসস্থল হওয়ার জেরে দিল্লি-এনসিআরের পাশাপাশি কেঁপে ওঠে উত্তরপ্রদেশ, বিহার। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ডের জন্য। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। পাশাপাশি যা লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে। দিল্লি-এনসিআর সহ উত্তর ভারত জুড়েই কার্যত অনুভূত হয়েছে কম্পনের রেশ।