ঢাকা: সদ্যসমাপ্ত বিশ্বকাপে (ODI World Cup) ব্যাট হাতে নিতি নজর কাড়তে পারেননি। কেন? বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই সেই প্রশ্নের উত্তর হাতড়ে বেরিয়েছেন। এবার সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং শাকিব আল হাসান (Shakib Al Hasan)। জানালেন, দৃষ্টিশক্তির সমস্যা নিয়েই তিনি বিশ্বকাপে ব্যাটিং করেছেন। ঝাপসা দেখছিলেন। তাও খেলা চালিয়ে গিয়েছেন। এবং সবটাই প্রবল চাপ ও মানসিক সমস্যার জন্য।


২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপে অলরাউন্ডার হিসাবে জ্বলে উঠেছিলেন শাকিব। ব্যাটে ৬০৬ রান, বল হাতে ১১ উইকেট। ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতেও শাকিবের পারফরম্যান্সের দিকে তাকিয়েছিলেন আপামর ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হতাশ করেন শাকিব। এমনিতেই চোটের জন্য বিশ্বকাপে দু'ম্যাচে খেলতে পারেননি। সব মিলিয়ে সাদামাটা টুর্নামেন্ট কাটে তাঁর। সাত ম্যাচে করেন মাত্র ১৮৬ রান। ২৬.৫৭ গড়ে।


শাকিব বলেছেন, 'বিশ্বকাপে একটা বা দুটো ম্যাচের ব্যাপার নয়। গোটা বিশ্বকাপেই আমার চোখে সমস্যা ছিল।' বাংলাদেশের মাগুরা জেলায় নির্বাচনের প্রচারে ব্যস্ত শাকিব। তার ফাঁকেই শাকিব জানিয়েছেন, প্রায় অনুমানের ওপর ভিত্তি করে ব্যাট করেছেন তিনি। বলেছেন, 'এটা হয়তো সেরকমই হয়েছে। আমি বল দেখতে ভীষণ সমস্যায় পড়েছিলাম।'


বিশ্বকাপের মাঝে শৈশবের কোচ নাজমুল আবেদিনের কাছে প্র্যাক্টিসের জন্য দেশে ফিরেছিলেন শাকিব। যা নিয়েও জলঘোলা হয়েছিল। যদিও তাতে তাঁর পারফরম্যান্সের খুব একটা উন্নতি হয়নি।


কেন ঝাপসা দেখছিলেন শাকিব? বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'আমি যখন চিকিৎসকের কাছে গিয়েছিলাম।, কর্নিয়া বা রেটিনায় জল জমেছিল। আমাকে আইড্রপ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, মানসিক চাপ কমাতে। জানি না সেই কারণেই আমার চোখের সমস্যা হয়েছিল কি না।'


চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে অন্তরায় দেখা দেয়। শাকিবের ক্ষেত্রেও সেরকমই হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শাকিব নিজে জানিয়েছেন, বিশ্বকাপের পর মার্কিন মুলুকে যখন তিনি চোখের চিকিৎসা করান, তখন বিশ্বকাপের চাপ কেটে যাওয়ায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিল।                


আরও পড়ুন: রাবাডার পাঁচ শিকার, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ভারতের প্রাপ্তি রাহুলের অপরাজিত অর্ধশতরান