ঢাকা: সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে গ্রেফতার হলেন আরাফত সানি। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে আমিন বাজার থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মহম্মদপুর থানার ওসি জামালুদ্দিন মীর বলেছেন, দু সপ্তাহ আগে সানির বিরুদ্ধে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করার অভিযোগ করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই এই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সানির ১৪ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা হতে পারে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, তাঁরা বিষয়টির উপর নজর রেখেছেন। তবে যেহেতু বিষয়টি ব্যক্তিগত, তাই তাঁরা এখনই কোনও মন্তব্য করতে চান না।

বাঁ হাতি স্পিনার সানি বাংলাদেশের হয়ে ১৬টি একদিনের ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। তিনি ১০টি টি-২০ ম্যাচও খেলেছেন। গত বছর টি-২০ বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে আইসিসি। তবে ঘরোয়া ক্রিকেট খেলছিলেন সানি। কিন্তু ফের বিতর্কে জড়ালেন তিনি।

২০১৫ সালে অভিনেত্রী বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন পেসার রুবেল হোসেন। পরে অবশ্য সেই অভিযোগ প্রত্যাহার করেন ওই অভিনেত্রী। গত বছর ১১ বছরের পরিচারিকার উপর অত্যাচারের অভিযোগে গ্রেফতার হন শাহদাত হোসেন। এবার গ্রেফতার হলেন সানি।