মুম্বই: ফের শুরু হতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতি। ২০০০ সালে স্টার প্লাসে যখন প্রথম এই শো শুরু হয়, তখন এই শো শুধু ছোটপর্দারই আমুল পরিবর্তন আনেনি, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনেরও কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল এই শো। বিগ বি হয়ে যান এই গেম শো-র মুখ। কেবিসি যখন চলত, সেসময় ছোটপর্দার সব শো, সিরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি টিআরপি টানত এই শো।

কেবিসি ফের শুরু হতে চলেছে ছোটপর্দায়। তবে এবার শোয়ের মুখ হিসেবে হয়তো আর বিগ বিকে দেখা যাবে না। বিগ বি-র জায়গায় আসছেন রণবীর কপূর।

বিনোদন সংক্রান্ত একটি পোর্টালে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। আর সেখানেই জানানো হয়েছে কেবিসি-র সঞ্চালকের আসনে এবার আর হয়তো থাকবেন না অমিতাভ। তবে রণবীরই যে সঞ্চালক হচ্ছেন সে ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।



এর আগে অবশ্য আর একবার শোয়ের হোস্ট পরিবর্তন করা হয়েছিল। কেবিসি-র সিজন থ্রিতে সঞ্চালক হয়েছিলেন শাহরুখ খান। তবে রণবীর যদি সত্যিই কেবেসি-র পরবর্তী সিজন হোস্ট করেন, তাহলে সেটা বিগ বি-র ভক্তদের কাছে বড় ধাক্কার বিষয় হবে।

তবে দর্শক হিসেবে আপনি কেবিসি-র সঞ্চালকের আসনে কাকে দেখতে চান, অমিতাভ বচ্চন না রণবীর কপূর? কমেন্ট করুন।