নয়া দিল্লি: ব্যাটিংয়ে ঝড় তুলে বাংলাদেশকে দুরমুশ করল আমিরশাহী। টি-টোয়েন্টিতে বাংলাদেশের করা ২০৬ রান তাড়া করে জিতল সংযুক্ত আরব আমিরশাহি। এর সঙ্গে শারজায় তৈরি হল ইতিহাস। প্রথমত, এর আগে এত বেশি রান তাড়া করে এর আগে ম্যাচ জেতেনি আমিরশাহি। দ্বিতীয়ত, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহি। এর মধ্যে চার বারই জিতেছিল বাংলাদেশ। তবে এবার সেই রেকর্ড ভেঙে জয়ের রেকর্ড গড়ল আমিরশাহি। 

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। ওপেনার তানজিদ হাসান এবং লিটন যথাক্রমে ৫৯ এবং ৪০ রান করেন। তৌহিদ ব্যাট হাতে ভালো খেলেন, ২৪ বলে ৪৫ রান করেন তিনি। প্রথমে ব্যাট করে আমিরশাহীর সামনে ২০৬ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ।                                                              

এরপর সংযুক্ত আরব আমিরশাহি ২০৬ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারেই ১০৭ রান তুলে নেন জোহাইব খান এবং মহম্মদ ওয়াসিমের জুটি। জোহাইব (৩৮) আউট হলেও লক্ষ্যে অবিচল থাকেন ওয়াসিম। ৪২ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। যদিও হতাশ করেছে বাংলাদেশের বোলাররা। নাহিদ রানা এবং তানজিম হাসান শাকিব ছাপই ফেলতে পারেননি। 

যদিও ম্যাচ হেরে মাঠে শিশিরজনিত সমস্যাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, “উইকেট ভালো ছিল। ভালো ব্যাটিংও করেছি। কিন্তু পরে ব্যাট করায় আমিরশাহী সুবিধা পেয়েছে। তবুও আমরা চেষ্টা করেছি।” অন্যদিকে, ম্যাচ জেতানো ইনিংস খেলে ওয়াসিম বলেন, “এই আনন্দ ভাষায় ব্যাখা করা যাবে না। দলের পারফরম্যান্সে খুশি। বিশ্বাস ছিল, এই রান তাড়া করতে পারব। কারণ আমরা পরিস্থিতিটা জানি।”

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই জয়ের পর সিরিজ বর্তমানে ১-১ সমতায়। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরশআহি।