ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন হোটেলের ঘরে মহিলাদের নিয়ে যাওয়ার অভিযোগে বাংলাদেশের দুই ক্রিকেটার আল-আমিন হোসেন ও সাব্বির রহমানকে বিশাল অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল সেদেশের ক্রিকেট বোর্ড। মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁদের প্রায় ১৫ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসের হয়ে খেলছেন পেসার আল-আমিন। অন্যদিকে, ব্যাটসম্যান সাব্বির খেলছেন রাজশাহী কিংসের হয়ে। এই দুই ক্রিকেটারকে যে বিপুল অর্থের জরিমানা করা হয়েছে, এত বড় জরিমানা এর আগে বাংলাদেশের কোনও ক্রিকেটারকেই করা হয়নি। মাঠের বাইরের ঘটনার পাশাপাশি মাঠেও শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানা হয়েছে সাব্বিরের। সোমবার একটি ম্যাচ চলাকালীন আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শেহজাদের সঙ্গে ঝামেলায় জড়ান সাব্বির। এই দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি-র ১৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই ক্রিকেটারকে জাতীয় দলের সদস্য হিসেবে তাঁদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তাঁদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে ফের এই ধরনের আচরণ করলে আরও কঠোর সাজা দেওয়া হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হোটেলের ঘরে মহিলা, বাংলাদেশের দুই ক্রিকেটারের বিশাল জরিমানা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2016 05:50 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -