ঢাকা: চলতি বছরের জুলাইয়ের আগে দুই ম্যাচের টি-২০ সিরিজ জন্য পাকিস্তান সফরের প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পাকিস্তানের ওই প্রস্তাব খারিজ করে দিল বিসিবি। নিরাপত্তা জনিত কারণেই পাক সফরে নারাজ বাংলাদেশ। এই সফর বাতিল হওয়ায় পিসিবি-র ক্ষতিপূরণের দাবিও নাকচ করেছে বিসিবি। বোর্ডের সংবাদমাধ্যম সংক্রান্ত কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, নিরাপত্তার ব্যাপারে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা সন্তোষজনক নয়। এজন্য পাকিস্তান সফর বাতিল করে দেওয়া হয়েছে।
গত ৫ মার্চ লাহৌরে পাকিস্তান সুপার লিগের ফাইনালের সফল আয়োজনের পর পিসিবি গত মাসের গোড়ায় আগামী জুনের চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তানে দুটি টি-২- ম্যাচের সিরিজের জন্য পাকিস্তান সফরে আসতে বাংলাদেশের বোর্ডকে প্রস্তাব দেয়।
পিসিবি প্রধান শাহরিয়র খান এর আগেই অবশ্য জানিয়েছিলেন যে, এই সফরের সম্ভাবনা ততটা উজ্জ্বল নয়। তবে আইসিসি-র বৈঠক চলাকালে বিষয়টি নিয়ে তিনি বিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন শাহরিয়র।
২০১৫-তে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। ওই সিরিজকে হোম সিরিজ দাবি করে ৩২৫.০০০ ডলার নিয়েছিল পিসিবি। কিন্তু এ বছর কোনও নিরপেক্ষ দেশে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে বাংলাদেশ রাজি বলে জানিয়েছে। কিন্তু বিসিবি সিরিজ থেকে পাওয়া অর্থ ভাগাভাগির সমস্ত প্রস্তাব খারিজ করে দিয়েছে।
২০০৯-এ শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা পিসিবির সফরের প্রস্তাব খারিজ করেছে। সেই তালিকায় এবার যুক্ত হল বাংলাদেশও।
টি-২০ সিরিজের জন্য পাকিস্তান সফরের প্রস্তাব খারিজ বাংলাদেশের
ABP Ananda, web desk
Updated at:
01 Apr 2017 10:11 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -