হোবার্ট: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার ১২-তে নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। অপেক্ষাকৃত দুর্বল দল নেদারল্যান্ডসের(Netherlands) বিরুদ্ধে খেলতে নামবে শাকিব আল হাসানের (Shakib Aal Hasan) দল। প্রায় ১১ ঘণ্টার যাত্রাপথ সেরে ব্রিসবেন থেকে হোবার্টে পৌঁছেছে বাংলাদেশ দল। শারীরিক ক্লান্তির জন্য শেষ দিন অনুশীলনেও সেভাবে নামেননি দলের কেউই। তবে হোবার্টের আবহাওয়াও খুব একটা অনুকূল ছিল না। ভীষণ বৃষ্টি ও কনকনে ঠাণ্ডা সেখানে। 


 


টি-টােয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম নেদারল্য়ান্ডস ম্যাচ কবে?
আজ, ২৪ অক্টোবর, সোমবার বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি হবে


কোথায় হবে খেলা?
বেলেরাইভ স্টেডিয়াম, হোবার্টে হবে খেলা


কখন শুরু বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.৩০ থেকে শুরু বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচটি হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে 


কোথায় দেখা যাবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এই ম্য়াচটি দেখতে পারবেন।


বিরাটের বিশ্বরেকর্ড


রবিবাসরীয় সন্ধ্যায় মেলবোর্ন ক্রিকেট ময়দানে উপস্থিত ৯০ হাজার দর্শক সাক্ষী হয়ে থাকল এক ঐতিহাসিক ইনিংসের। ব্যাট হাতে এক অবিস্মরণীয় ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে (IND vs PAK) চার উইকেটে জয় এনে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের এক অনবদ্য ইনিংস খেললেন বিরাট কোহলি। বুঝিয়ে দিলেন অফফর্ম অতীত, তিনি ফের একবার ব্যাট হাতে বিশ্বকে শাসন করতে প্রস্তুত। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন কোহলি। 


টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাই এই ফর্ম্যাটের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ইনিংসে ভারতীয় সতীর্থকে পিছনে ফেলে দিলেন বিরাট। রোহিতকে টপকে বিরাটই বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ১১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০২টি ইনিংস খেলেছেন। আজকের ম্যাচের পরে তাঁর মোট সংগ্রহ ৩৭৯৪ রান। বিরাট ৫১.৯৭-র গড়ে এই রান করেছেন। বিশ ওভারের আন্তর্জাতিকে তিনি এখনও পর্যন্ত ৩৪টি অর্ধশতরান ও একটি শতরান করেছেন।


আরও পড়ুন: বিশ্বকাপে পাক-বধ করল ভারত, সিএবির নতুন সভাপতি স্নেহাশিস, এক ঝলকে খেলার সব খবর