মুম্বই: ৪ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয়। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh) পারফরম্য়ান্স একেবারেই আশানুরূপ হয়নি। একমাত্র আফগানদের বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল শাকিব বাহিনী। অন্যদিকে, চার ম্যাচে তিন জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছেন প্রোটিয়ারা। সবচেয়ে বড় কথা, নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে অঘটনের আগে পর্যন্ত প্রত্যেক ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৪ রানে জয়। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৯ রানে জয়। টুর্নামেন্টের সেরা রান রেট এখন তেম্বা বাভুমাদের দখলে।
কাদের ম্যাচ
বিশ্বকাপে আজ মুখোমুখি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা
ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুম্বইয়ে খেলা হবে
কখন শুরু
ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস
কোথায় দেখবেন
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
সেমিফাইনালের দৌড়ে দক্ষিণ আফ্রিকা ভালমতোই থাকলেও, সমস্যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর পরপর তিন ম্যাচে পরাজিত হয়েছে। ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও ভারতের বিরুদ্ধে। আর একটা ম্যাচ হারলেই সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সমস্যা অনেক। মুশফিকুর রহিম ছাড়া আর কেউই সেভাবে রান পাচ্ছেন না। নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ ছাপ ফেলতে পারছেন না। লিটন দাসের ধারাবাহিকতার অভাব। তাস্কিন আমেদকে এই ম্যাচেও পাওয়া যাবে না। শাকিব আল হাসান আগের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। তবে রবিবার তিনি অস্বস্তি ছাড়াই প্র্যাক্টিস করেছেন। সম্ভবত খেলবেন প্রোটিয়াদের বিরুদ্ধে। অন্যদিকে, প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমারও চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন এইডেন মারক্রাম। সুস্থ হয়ে গেলে বাভুমা ফিরবেন একাদশে।
বাংলাদেশের ওপেনিংয় জুটি ভারতের বিরুদ্ধে ম্যাচে রান পেয়েছে। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে টাইগার বাহিনীকে আত্মবিশ্বাসী করে তুলবে। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ধারাবাহিকতার অভাবটাই কিছুটা চিন্তার। বিশেষ করে ২ অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর ও মাহমুদুল্লাহকে আগের মত ছন্দে দেখা যাচ্ছে না। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৫ ম্যাচ খেলে পাঁচটিই জিতে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড শিবির। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পাকিস্তান পাঁচে, আফগানিস্তান ছয়ে ও বাংলাদেশ সাতে রয়েছে পয়েন্ট টেবিলে।