ঢাকা: ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মৃত্যু হল এক তরুণের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। শুক্রবার ঢাকার বেলুড় মঠের মাঠে ক্রিকেট খেলছিল একদল তরুণ। সেই ম্যাচেই আম্পায়ারিং করছিল রফিকুল ইসলাম (১৭)। হঠাৎ একটি বল সজোরে তার বুকে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রধান এনামুল হক বলেছেন, ‘মৃত রফিকুল ইসলাম অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিল। তার বাবা রিকশা চালক এবং মা পরিচারিকার কাজ করেন। ক্রিকেট খেলায় আম্পায়ারিং করার সময় বুকে বল লেগে মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে তার মৃত্যু হয়।’ ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ক্রীড়াচক্রের হয়ে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করার সময় কপালে বল লেগে কোমায় চলে যান ভারতের প্রাক্তন ক্রিকেটার রমন লাম্বা। তিন দিন পরে তাঁর মৃত্যু হয়। ফের বাংলাদেশে ক্রিকেট মাঠে এক তরুণের মৃত্যু হল।